ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির

প্রকাশিত: ০৫:৩১, ২ সেপ্টেম্বর ২০১৮

এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ কিশোর পেটানোর দায়ে বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। এবার ফেসবুকে সমর্থককে গালিগালাজ করায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষিদ্ধ হলেন তিনি। ছয় মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাব্বির। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি সাব্বিরের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়। ইতিবাচক খবরের চেয়ে নেতিবাচক খবরেই বেশি থাকেন সাব্বির। বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ খেতাবও জুটে নিয়েছেন। দিন যত গড়াচ্ছে, তার শুধরানোর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। একের পর এক কেলেঙ্কারিতে যুক্ত হচ্ছেন সাব্বির। কখনও নারী কেলেঙ্কারিতে জড়ান। কখনও কিশোর পেটান। কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তের সঙ্গে লেগে যান। আবার সতীর্থের সঙ্গেও মারধরের অভিযোগও শোনা গেছে। ২০১৬ বিপিএলে চট্টগ্রাম পর্বে হোটেল কক্ষে নারী অতিথি নিয়ে যাওয়ার অপরাধে শাস্তি পেতে হয় সাব্বিরকে। তাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। গত ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ চলার সময় কিশোর দর্শককে মারধর করেন। তাতে করে ২০ লাখ টাকা জরিমানা ও ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার মধ্যে পড়েন সাব্বির। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজকে মারধরের অভিযোগের কথাও শোনা গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলার সময় ফেসবুকে সমর্থকের সঙ্গে লেগে যান সাব্বির। সমর্থককে গালিগালাজ করেন। আর এজন্যই এবার শাস্তি পেতে হচ্ছে সাব্বিরকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত সুপারিশ আকারে গেছে। সভাপতি যখনই সিদ্ধান্ত নেবেন, তখন থেকেই সাব্বিরের শাস্তি শুরু। সেটি আজ রবিবার থেকেই শুরু হয়ে যেতে পারে। সাব্বিরের শাস্তি নিয়ে শনিবার বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এটা আমাদের সিদ্ধান্ত বলব না, সুপারিশ বলব, যা বোর্ড সভাপতির বরাবর দেয়া হবে। সাব্বিরকে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য বোর্ড প্রধানকে সুপারিশ করব।’ সঙ্গে যোগ করেন, ‘সে অনুতপ্ত। সে ভবিষ্যতে এ রকম কিছু করবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে অনেক কিছু স্বীকারও করেছে। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে। সে কিন্তু এখনও ঘরোয়া ক্রিকেট খেলতে পারেনি (আগের শাস্তির কারণে)। সম্প্রতি ফেসবুকের একটা ঘটনার কারণে তাকে ডাকা হয়েছে। এটা কিন্তু অন্য কোন কারণ নয়। সেখানে সে বলেছে, তার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তার যাবতীয় কার্যকলাপকে বিবেচনা করেছি। তাকে সতর্ক করা হয়েছে। তার নতুন শাস্তি হলো, সে ছয় মাস আন্তর্জাতিক দলে খেলতে পারবে না। এই সুপারিশ বোর্ড প্রেসিডেন্টকে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে, রবিবার থেকেই এটি কার্যকর হবে।’
×