ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু সন্তানকে পার্লামেন্টে আনায়...

প্রকাশিত: ০৫:০৫, ২ সেপ্টেম্বর ২০১৮

 শিশু সন্তানকে পার্লামেন্টে আনায়...

পার্লামেন্টে শিশু সন্তান আনায় এক নারী রাজনীতিককে বের করে দেয়া হয়েছে। ওই নারীর নাম মাডেলেইন হেনফ্লিং। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। পার্লামেন্টে ভোটাভুটির সময় শিশু সন্তান সঙ্গে এনেছিলেন হেনফ্লিং। জানা গেছে, মাডেলেইন হেনফ্লিং গ্রিন পার্টির সদস্য। বুধবার তিনি জার্মানির থুরিনজিয়া রাজ্য পার্লামেন্টে শিশু সন্তানকে নিয়ে ভোট দেয়ার চেষ্টা করেন। কিন্তু স্টেট পার্লামেন্টের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কারিয়াস জানান, পার্লামেন্টে শিশু সন্তান আনার অনুমতি নেই। পার্লামেন্টের উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত দেয়, হেনফ্লিং তার শিশুকে সঙ্গে আনলে পার্লামেন্ট অধিবেশন ফ্লোরে প্রবেশ করতে পারবেন না। এ সিদ্ধান্ত প্রসঙ্গে হেনফ্লিং বলেন, এটি চিরাচরিত বয়স্ক পুরুষের চিন্তা। আপনি যখন কাউকে বলেন তোমার উচিত শিশুটিকে বেবিসিটারের কাছে রাখা, কিন্তু যে শিশু মায়ের বুকের দুধ পান করে তার জন্য সেটা বাস্তবসম্মত নয়। -সিএনএন অবলম্বনে
×