ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৮

 আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥ নেপালের কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আজ রবিবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটায় তার সরকারী বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেরিং ওয়াংচুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। গত শুক্রবার নেপাল থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। সাধারণত কোন দেশে সরকারী সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। গত মে মাসে সর্বশেষ সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।
×