ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরবর্তী প্রজন্মের আইফোন আনছে এ্যাপল

প্রকাশিত: ০৪:৪০, ২ সেপ্টেম্বর ২০১৮

 পরবর্তী প্রজন্মের আইফোন আনছে এ্যাপল

পরবর্তী প্রজন্মের আইফোন আনছে এ্যাপল। এমনই খবরই দাপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। নতুন আইফোনকে ঘিরে আরও একটি বিষয় আলোচনা চলছে, তা হলো থ্রিডি টাচ টেকনোলজি। যা নতুন ফোন থেকে সরিয়ে নিতে পারে এ্যাপল। রিপোর্ট বলছে, ফিচার আইফোনগুলো থেকে থ্রিডি টাচ সাপোর্টকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে এ্যাপেল। সর্বপ্রথম থ্রিডি টাচ সাপোর্ট ছিল এ্যাপেলের দুটি ফোনে, আইফোন ৬ এস ও আইফোন ৬এস প্লাসে। জানা গেছে, ২০১৯ সালে বাজারে আসবে আইফোনের বেশ কিছু নতুন মডেল। তবে সেগুলোতে থাকছে না থ্রিডি টাচ সাপোর্ট সিস্টেম। সুতরাং ধরে নেয়া হচ্ছে, ২০১৮ সালে আসা আইফোন ডিভাইসগুলোতে শেষ হচ্ছে থ্রিডি টাচ সাপোর্ট ডিভাইসের ব্যবহার। রিপোর্টের তথ্যানুসারে, ২০১৯ সালের একেবারে শেষে বাজারে আসতে চলেছে এয়ারপড ২, যেটির আধুনিক প্রযুক্তি পানি থেকে বাঁচাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×