ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও একবার রুপীর দামের রেকর্ড পতন

প্রকাশিত: ০৪:৩৬, ২ সেপ্টেম্বর ২০১৮

 আরও একবার রুপীর দামের রেকর্ড পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আরও একবার রুপীর দামের রেকর্ড পতন। শুক্রবার দর ২৬ পয়সা পড়ে গিয়ে ডলারের তুলনায় রুপীর দাম দাঁড়ায় ৭১ রুপীয়। এ দিন বাজার শুরুতেই ডলার পিছু রুপীর দাম ছিল ৭০.৭৪ রুপী। কিন্তু কিছুক্ষণ পরই ২৬ পয়সা দাম পড়ে যায়। গত তিন দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রেকর্ড পতন হলো রুপীর। গত ২৯ আগস্ট রুপীর দাম ৪৯ পয়সা কমে গিয়েছিল। এই মাসে রুপীর দাম ৩.৪ শতাংশ কমে যায়। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১০ শতাংশ দাম পড়েছে রুপীর। এশিয়ার দেশগুলোর মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রার বাজারের পরিস্থিতি খুবই খারাপ, বলছেন বিশেষজ্ঞরা। তেল রফতানিকারী দেশগুলোতে মার্কিন ডলারের ক্রমবর্ধমান চাহিদাই এর কারণ বলে মনে করছেন তারা। যে ভাবে রুপীর দাম পড়তে শুরু করেছে তাতে মুদ্রাস্ফীতির একটা আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গের দাবি ছিল, দিন কয়েকের মধ্যেই ডলারের দাম ৬৮-৬৯ রুপী হবে। তার মতে, তুরস্কের আর্থিক সমস্যা ক্রমশ থিতিয়ে আসার ফল মিলবে দেশের বাজারে। সেই সঙ্গে তিনি যোগ করেছিলেন, বিশ্ববাজারে তেলের দাম যদি না বৃদ্ধি পায়, তবে ডলারের দাম ৬৮-৬৯ রুপীয় গিয়ে দাঁড়াতে পারে। তবে সুভাষ চন্দ্র গর্গের সেই আশ্বাস মেলেনি। উল্টে দেখা যাচ্ছে, মাসের শেষে ব্যাংক ও আমদানিকারীদের মধ্যে মার্কিন ডলারের চাহিদা রুপীর দামের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। রুপীর দাম মার্কিন ডলারের তুলনায় পড়ে যাওয়ায় বিদেশ ভ্রমণ এবং সেখানে পড়াশোনার ক্ষেত্রেও প্রভাব পড়বে। ডলারের দাম যত বাড়বে অপরিশোধিত তেলের দাম তত বাড়বে। তেল আমদানিকারী দেশগুলোকে সে ক্ষেত্রে আমদানির জন্য বেশি অর্থব্যয় করতে হবে। ভারত বিদেশ থেকে প্রচুর তেল আমদানি করে। ডলার ও অপরিশোধিত তেলের এই দাম বৃদ্ধির ফলে ভারতের বাজারের ওপর সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
×