ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যিক খরচ কমাতে আঞ্চলিক প্ল্যাটফর্ম হচ্ছে

প্রকাশিত: ০৪:৩৬, ২ সেপ্টেম্বর ২০১৮

 বাণিজ্যিক খরচ কমাতে আঞ্চলিক প্ল্যাটফর্ম হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি ও বাণিজ্যিক খরচ কমানোর জন্য সরকারী ও বেসরকারী খাত একসঙ্গে মিলে একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। এই লক্ষ্যে আগামী অক্টোবরে ঢাকায় একটি বড় আকারে আঞ্চলিক ফোরাম করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগের সঙ্গে যুক্ত শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, লজিস্টিক ক্ষেত্রে অর্থনৈতিক অদক্ষতার কারণে বেসরকারী খাত কোটি কোটি ডলার বাড়তি ব্যয় করতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ বিষয়টি বুঝতে পারছে। এটি কীভাবে মোকাবেলা করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে। এই কারণে বাংলাদেশসহ অন্য দেশগুলো একটি উদ্যোগ নিয়েছে যেন একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যার মাধ্যমে বেসরকারী খাত তাদের লজিস্টিক খরচ কমানোর মাধ্যমে বৈশ্বিক জোগান চেইনে একটি অবস্থান নিতে পারে। রাষ্ট্রদূত বলেন, আমরা যখন লজিস্টিকের কথা বলি, তখন এর সঙ্গে জড়িত থাকে রোড, রেল, এয়ার, ইনল্যান্ড ও মেরিটাইম চলাচল ব্যবস্থা। এর একটি অন্যটির সঙ্গে জড়িত কিন্তু প্রতিটি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। উদাহরণ হিসেবে রাষ্ট্রদূত বলেন, আমরা যদি একটি তৈরি কাপড়ের কথা বিবেচনা করি, তবে দেখব এটি শুরু হয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। তিনি আরও বলেন, কাঁচামাল যদি দেশীয় হয়, তবে সড়কপথে যদি বিদেশ থেকে আসে, তবে সমুদ্রপথ বা সড়কপথ বা রেলওয়ের মাধ্যমে তা ফ্যাক্টরিতে পৌঁছে থাকে। একইভাবে তৈরি পোশাকও তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। রিয়াজ হামিদুল্লাহ বলেন, এই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বেসরকারী খাত প্রচুর অর্থ বাড়তি খরচ হয়। এই শূন্যতাটি পূরণের চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমরা আগামী অক্টোবরে দক্ষিণ এশিয়া মেরিটাইম এ্যান্ড লজিস্টিক ফোরাম অনুষ্ঠান করতে যাচ্ছি, যেখানে উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, বেসরকারী নেতা ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আমরা মুম্বাইতে অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশিয়া মেরিটাইম এ্যান্ড লজিস্টিক ফোরাম অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, যেখানে সবার জন্য একগুচ্ছ সুপারিশ তৈরি করা হয়েছিল।
×