ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাক কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৩, ২ সেপ্টেম্বর ২০১৮

গাক কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ সেপ্টেম্বর ॥ মান্দায় ৬৫ লাখ টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারী সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক) এর শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে (৩২) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। উধাও হওয়ার ২৯ দিন পর শনিবার সকালে বগুড়া জেলার কাহালু রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রামের আহম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। মামলার বাদী গাক এর নওগাঁ জোনাল ম্যানেজার রকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাহবুবুর রহমান গাক এর মান্দা শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। একই শাখায় মাঠকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন সৈয়দ নুর আলম (৩০) ও বজলুর রশিদ (৩১)। শাখায় কর্মরত থাকা অবস্থায় তারা গত ৩১ জুলাই পর্যন্ত মাঠ পর্যায়ে সদস্যদের মাঝে ঋণ বিতরণ না করে ও ভূয়া ঋণ বিতরণ দেখিয়ে ৬৫ লাখ ৪২ হাজার ৯৯৩ টাকা আত্মসাত করেছেন।
×