ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওসমানীর শততম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:৩২, ২ সেপ্টেম্বর ২০১৮

 ওসমানীর শততম  জন্মবার্ষিকী  পালিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর শততম জন্মবার্ষিকী পালিত হয়। আনন্দঘন পরিবেশে শনিবার রাতের প্রথম প্রহরে জন্মদিনের কেক কাটার মাধ্যমে শুরু হয় আয়োজন। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর শততম জন্মবার্ষিকীতে নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘরে আয়োজন করা হয় শততম কেক কাটার অনুষ্ঠান। রাতে জাদুঘরে এসে উপস্থিত হন সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সেনাপ্রধান লে. জেনারেল (অব) হারুন অর রশীদ বীরপ্রতীক। এছাড়া জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে সকালে ওসমানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১০টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণ থেকে ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও মুক্তিযোদ্ধা জেনারেল (অব.) হারুন অর রশীদ বীরপ্রতীকের নেতৃত্বে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এদিকে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান’ শীর্ষক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীরুল ইসলাম।
×