ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩১, ২ সেপ্টেম্বর ২০১৮

 সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ সেপ্টেম্বর ॥ পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। শনিবার বেলা ১০টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়। মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে। এ হত্যাকা-ের পেছনে যারা বা যত শক্তিশালীরা জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করতে হবে।’ পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে নিরাপত্তা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। . বরগুনা নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ নারী নেত্রীরা অংশ নেয়। বক্তারা সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি জানান। প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, এ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, জাফর হোসেন হাওলাদার, আবু জাফর সালেহ হাফিজুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেলিনা আক্তার প্রমুখ।
×