ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আসামি আটক ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৩০, ২ সেপ্টেম্বর ২০১৮

আসামি আটক ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালায় স্কুলছাত্রী পুনাতি ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা ও খাগড়াছড়ি সদরের ইউপিডিএফ কর্মী বিনয় চাকমা হত্যাকান্ড মামলার আসামি বরেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তকে আটকের প্রতিবাদে দীঘিনালা উপজেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকেছে জেএসএস (এমএন) গ্রুপের কর্মীরা। আকস্মিক সড়ক অবরোধের কারণে বিপাকে পড়েছে হাজারো মানুষ। থানার ওসি আব্দুস সামাদ জানান, দীঘিনালায় স্কুলছাত্রী পুনাতি ত্রিপরাকে ধর্ষণের পর হত্যা ও সদর থানার আরেকটি হত্যা মামলার আসামি বরেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তকে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে লারমা স্কোয়ার এলাকা থেকে আটক করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে জেএসএস (এমএন) গ্রুপের নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের লারমা স্কোয়ার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। জনসংহতি সমিতির নেতাকর্মীরা। আটককৃত কর্মীর মুক্তির দাবিতে লারমা স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে দীঘিনালায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচী ঘোষণা করে জনসংহতি সমিতি এমএন লারমা দীঘিনালা শাখার সহসভাপতি লুসন দেওয়ান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা মোতায়ন রয়েছে। দীঘিনালা থানার ওসি আব্দুস সামাদ জানান, আটককৃত বরেন্দ্র ত্রিপুরা পুনাতি ত্রিপুরা হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণ মিলেছে এবং খাগড়াছড়ি সদর থানার আরেক হত্যা মামলায় সে এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে দীঘিনালার নয়মাইল ত্রিপুরা পল্লীতে ধর্ষণের পর হত্যা করা হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী পুনাতি ত্রিপুরাকে।
×