ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯৭১ : গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ভাস্কর্য হস্তান্তর

প্রকাশিত: ০৪:২৯, ২ সেপ্টেম্বর ২০১৮

  ১৯৭১ : গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ভাস্কর্য  হস্তান্তর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র গণহত্যা জাদুঘর ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে ‘জননী ও শহীদ সন্তান’ শিরোনামে মিশ্র ধাতুর তৈরি একটি ভাস্কর্য হস্তান্তর করা হয়েছে। ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী রোকেয়া সুলতানা এবং অর্থ সাহায্য প্রদান করেছেন হার স্টোরি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেরিন মাহমুদ হোসেন। এ উপলক্ষে শনিবার বিকেলে জাদুঘর মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পী রোকেয়া সুলতানা জাদুঘর ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুনের কাছে ভাষ্কর্যটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জাদুঘর ট্রাস্টের সদস্য প্রখ্যাত কবি তারিক সুজাত, অনুদান প্রদানকারী জেরিন মাহমুদ হোসেনসহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। ড. মুনতাসীর মামুন তার বক্তব্যে বলেন ‘২০১৪ সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়ে মাত্র চার বছরে এই পর্যায়ে এসেছে। আমাদের সংগ্রহ এবং দর্শক বাড়ছে। দর্শকের আগ্রহের জায়গা তৈরি হচ্ছে। সেই আগ্রহের কারণে শিল্পী রোকেয়া সুলতানা জাদুঘরের জন্য এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন। জেরিন মাহমুদ হোসেন সেখানে অর্থ সাহায্য প্রদান করে জাদুঘরের সংগ্রহ বৃদ্ধিতে সহায়তা করছেন। তাদের তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সকলের প্রতি জাদুঘরের সংগ্রহ বৃদ্ধির জন্য অবদান রাখার আহ্বান জানান।
×