ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৪:২৯, ২ সেপ্টেম্বর ২০১৮

 স্কুলছাত্রকে পিটিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১ সেপ্টেম্বর ॥ গফরগাঁওয়ে স্কুলছাত্র রিয়াদকে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রিয়াদের সহপাঠী, শিক্ষক, পরিবারের লোকজন ও এলাকাবাসী। শনিবার দুপুরে গফরগাঁও-মাইজবাড়ি সড়কে ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে রিযাদ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুস সামাদ, শিক্ষক মীর মোশাররফ হোসেন, শিক্ষিকা মাকসুদা খাতুন, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান কালা মিয়া, রিয়াদের পরিবারের পক্ষে আব্দুল আজিজ বাবুল প্রমুখ। এদিকে গফরগাঁও থানা পুলিশ ঘাগড়া টাওয়ারের মোড় বাজারের ব্যবসায়ী উথুরী গ্রামের কাজিম উদ্দিনকে (৫৫) আটক করে রিয়াদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙ্গার চেষ্টার’ অপরাধে ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রিয়াদকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা রশিদ ও বিএনপি নেতা মীর রাসেল।
×