ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুই নেতার সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৪:২৭, ২ সেপ্টেম্বর ২০১৮

ফরিদপুরে দুই নেতার সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ সেপ্টেম্বর ॥ ভাঙ্গায় কাজী জাফরউল্যাহ ও স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি দোকান ও পাঁচটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ গিয়ে বেলা সাড়ে ১০টার দিকে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় হামলা ও পাল্টা হামলার মধ্যে দিয়ে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আধিপত্য নিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্যাহর সমর্থক বুলবুল আহমেদের (৩৭) সঙ্গে ওই গ্রামের বাসিন্দা নয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সমর্থক জুলহাস মাতুব্বরের (৫৮) বিরোধ চলে আসছিল। ঈদ-উল- আজহার আগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাট কাটা এবং বুধবার বিকেলে স্থানীয় হাজরাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের ফুটবল খেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ওই গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ বিরোধের জেরে শনিবার ভোর ৬টা থেকে দুই পক্ষের কয়েকশ সমর্থক লাঠি, ইট, ঢাল, সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ভাঙ্গার পুলিশ সংঘর্ষ ঠেকাতে গিয়ে ব্যর্থ হয়। এসময় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান শেখ (৪০) আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে সর্টগানের সাতটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় দুটি দোকান ও পাঁচটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপয়পক্ষের অর্ধ শত ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে কাজী জাফরউল্যাহ সমর্থিত ১৪জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সংসদ সদস্য সমর্থিত ২০জনকে পাশের মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×