ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৪:২৫, ২ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯০.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৯২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৯১৪ কোটি টাকা বা ১৯০.২৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৩২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৫৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৫৩ শতাংশ বা ২৯.৪৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৬৪ শতাংশ বা ১২ দশমিক ৫৫ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৯৫ শতাংশ বা ১১ দশমিক ৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির। আর দর কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর লেনদেন হয়নি ৬টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০৫ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির। আর দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে যৌথভাবে প্রকৌশল ও আর্থিক খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৪ শতাংশ করে অবদান রয়েছে এই দুই খাতে। সূত্র মতে, পুরো সপ্তাহে আর্থিক খাতে ৮২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আরও প্রকৌশল খাতে ৮০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংক ও জ্বালানি খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ডিএসইতে মোট লেনদেনের ৭৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক খাতে। আর জ্বালানি খাতে ৭৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওষুধ খাতে ৯ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ৬ শতাংশ, খাদ্য খাতে ৪ শতাংশ, আইটি খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে। এছাড়া পাট, কাগজ, সিরামিক, সিমেন্ট, ভ্রমণ-অবকাশ ও বীমা খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
×