ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিপলস লিজিংয়ের আর্থিক হিসাব অসম্পূর্ণ

প্রকাশিত: ০৪:২৪, ২ সেপ্টেম্বর ২০১৮

 পিপলস লিজিংয়ের আর্থিক হিসাব অসম্পূর্ণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ২০১৮ সালের প্রথমার্ধের ব্যবসায় অসম্পূর্ণ আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। যাতে কোম্পানিটির প্রথমার্ধের বিক্রয় ও মুনাফার হিসাবের সত্যতা পাওয়া যায়নি। আর এই অসম্পূর্ণ হিসাবই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানির প্রোফাইলে প্রকাশ করা রয়েছে। পিপলস লিজিংয়ের ২০১৮ সালের প্রথম প্রান্তিকের বিক্রয় ও মুনাফার তথ্য প্রকাশ করা হয়নি। যাতে কোম্পানি কর্তৃপক্ষ ২টি প্রান্তিকের যে পৃথক আর্থিক হিসাব প্রদান করেছে, তার যোগফল কোম্পানিরই প্রদত্ত ২ প্রান্তিকের মোট হিসাবের বা প্রথমার্ধের সঙ্গে মিলছে না। যে কারণে উক্ত হিসাবকে ডিএসই কর্তৃপক্ষ ভুল হিসেবে ‘লাল’ চিহ্নিত করে রেখেছেন। ডিএসই কর্তৃপক্ষ পিপলস লিজিংয়ের ২ প্রান্তিকের মোট হিসাবকে ভুল হিসাব বলে ‘লাল’ চিহ্নিত করে রেখেছেন। ২৮৫ কোটি ৪৪ লাখ টাকার পরিশোধিত মূলধনের পিপলস লিজিংয়ে ৭৬ কোটি ৬১ লাখ টাকার ঋণাত্মক রিজার্ভ রয়েছে। এছাড়া কোম্পানিটির ২০১৫ সাল থেকে লভ্যাংশ প্রদান বন্ধ রয়েছে। যে কারণে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
×