ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় বিপাকে বীমা কোম্পানি

প্রকাশিত: ০৪:২৪, ২ সেপ্টেম্বর ২০১৮

 দুই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় বিপাকে বীমা কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এবং বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দু’রকম নির্দেশনায় বিপাকে পড়েছে দেশের সাধারণ বীমা কোম্পানিগুলো। প্রাপ্ত তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় সাধারণ বীমা কোম্পানিগুলোকে প্রতি পাঁচজন উদ্যোক্তা বা শেয়ারধারী পরিচালকের বিপরীতে একজন স্বতন্ত্র পরিচালক রাখার কথা বলা হয়েছে। বীমা আইন মেনে সাধারণ বীমা কোম্পানির পর্ষদে উদ্যোক্তা শেয়ারধারী মিলিয়ে ১৮ জন পরিচালক রাখতে হলে বিএসইসির নির্দেশনা অনুযায়ী কমপক্ষে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে। অন্যদিকে, বীমা কোম্পানিগুলোকে বীমা আইন মেনে পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গত ২ আগস্ট সংস্থাটির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে সাধারণ বীমা কোম্পানিগুলোকে বীমা আইন মেনে ১২ জন উদ্যোক্তা-পরিচালক, ছয়জন শেয়ারধারী পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়ে ২০ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের কথা বলা হয়েছে। সে সঙ্গে সাধারণ বীমা কোম্পানিগুলোকে বীমা আইন মেনে পরিচালনা পর্ষদ গঠনের জন্য সাত দিন সময়ও দেয়া হয়েছে। তবে ওই আদেশ মেনে কোন কোম্পানি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেনি। বরং এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কোম্পানিগুলো। জানা যায়, ২০১০ সালের বীমা আইনে ১২ জন উদ্যোক্তা পরিচালক, ছয়জন শেয়ারধারী পরিচালক ও দুই স্বতন্ত্র পরিচালক নিয়ে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের কথা বলা হয়েছে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় প্রতি পাঁচজন উদ্যোক্তা বা শেয়ারধারী পরিচালকের বিপরীতে একজন স্বতন্ত্র পরিচালক রাখার কথা বলা হয়েছে। বীমা আইন মেনে সাধারণ বীমা কোম্পানির পর্ষদে উদ্যোক্তা শেয়ারধারী মিলিয়ে ১৮ জন পরিচালক রাখতে হলে বিএসইসির নির্দেশনা অনুযায়ী কমপক্ষে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে।
×