ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে ১৯ লাখ টাকার হেরোইন জব্দ

প্রকাশিত: ০৪:২৩, ২ সেপ্টেম্বর ২০১৮

 রাজশাহী সীমান্তে ১৯  লাখ টাকার  হেরোইন জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্ত থেকে ১৯ লাখ টাকার মূল্যের প্রায় এক কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আষাঢ়িয়াদহ এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার। তিনি জানান, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাহেবনগর বিওপির নায়েব সুবেদার আরশাদ আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল চর আষাঢ়িয়াদহ এলাকায় টহল পরিচালনা করে। এ সময় একটি ব্যাগ থেকে ৯৬৫ গ্রাম হেরোইন জব্দ করে তারা। জব্দকৃত হোরোইনের আনুমানিক মূল্য ১৯ লাখ ৩০ হাজার টাকা। বিজিবি অধিনায়ক বলেন, টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন বহনের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী। ফলে এর সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। হেরোইনগুলো ভারত থেকে পাচার করে নিয়ে আসা হচ্ছিল। জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
×