ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘাতক সেই বাস ফরিদপুরে জব্দ

প্রকাশিত: ০৪:২২, ২ সেপ্টেম্বর ২০১৮

ঘাতক সেই বাস ফরিদপুরে  জব্দ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে শিশু আকিফার মৃত্যুর ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের ঘাতক সেই বাসটি ফরিদপুর থেকে জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। তবে বাসের মালিকসহ মামলার তিন আসামিকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। শনিবার দুপুরে পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে বাস জব্দের বিষয়টি সাংবাদিকদের জানান কুষ্টিয়া পুলিশ সুপার এসএম মেহেদী হাসান। তিনি জানান, ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসটি ফরিদপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পড়েছিল। সেখান থেকে কুষ্টিয়া পুলিশ বাসটি জব্দ করে শনিবার ভোরের দিকে কুষ্টিয়ায় নিয়ে আসে। ইতোমধ্যে বাসটির গঞ্জেরাজ নাম মুছে ফেলার চেষ্টা করাসহ বাসের নম্বর প্লেট খুলে ফেলা হয়। তবে এ ঘটনায় দায়ের করা মামলার কোন আসামিকে ওই এলাকায় পাওয়া যায়নি। এ সময় সেখানে অতিরিক্তি পুলিশ সুপার জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নুরানী ফেরদৌসী দিশাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যাত্রীবাহী বাস গঞ্জেরাজ পরিবহন (ঢাকা মেট্রো-গ-১৪-০১৭৭) শিশু আকিফার মা রিনা খাতুনকে ধাক্কা দিলে কোল থেকে শিশুটি রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আকিফার মৃত্যু হয়।
×