ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার

প্রকাশিত: ০৪:২২, ২ সেপ্টেম্বর ২০১৮

   নেত্রকোনায় বাঁশের  সাঁকোয় ঝুঁকিপূর্ণ  পারাপার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ সেপ্টেম্বর ॥ জেলার কলমাকান্দা উপজেলার বরদল-নাজিরপুর সড়কের মাঝে কান্তপুর খালের ওপর পাকা সেতু না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অস্থায়ীভাবে নির্মিত একটি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের কয়রা, কান্তপুর, ফুরুডোল, শিবনগর, হাটশিরা, কুট্টাকান্দাসহ ১০-১২টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করেন। কান্তপুর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। নির্বাচনের সময় প্রার্থীরাও এখানে পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু কেউ কথা রাখেননি। এলাকাবাসী প্রতিবছর চাঁদার টাকায় এখানে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে রাখেন। কিন্তু বাঁশের সাঁকোটি প্রায় সময় নড়বড়ে হয়ে যায়। ঝুঁঁকিপূর্ণ এ সাঁকো পার হতে গিয়ে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। বিশেষ করে এ সাঁকো দিয়ে ভারি কোন পণ্য ও যানবাহন পাড় করা যায় না। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দা আবদুর রউফ জানান, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াত সহজতর হবে। বরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান আনসারী বলেন, এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন ওই ভাঙ্গা সাঁকোর ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এখানে পাকা সেতুু নির্মাণ করা হলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তির চির অবসান ঘটবে। কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফখরুল ইসলাম ফিরোজ বলেন, কান্তপুর খালের উপর একটি পাকা সেতু নির্মাণ করার লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে সয়েল টেষ্ট করা হয়েছে। এছাড়া সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
×