ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ছাত্রীকে ছুরিকাঘাত ॥ বখাটে আটক

প্রকাশিত: ০৪:১৯, ২ সেপ্টেম্বর ২০১৮

  কলাপাড়ায় ছাত্রীকে ছুরিকাঘাত ॥ বখাটে  আটক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ সেপ্টেম্বর ॥ বখাটে মাদকসেবী নাঈমের ছুরিকাঘাতে মৃত্যু শঙ্কায় নবম শ্রেণীর শিক্ষার্থী তুলি আক্তার। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের সামনে তুলিকে ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিক শিক্ষকসহ স্থানীয়রা তুলিকে বিদ্ধ ছুরিসহ শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেন। বখাটে নাঈমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তুলি প্রতিদিনের মতো স্কুলে আসছিল। বখাটে নাঈম তাকে উত্ত্যক্ত করত। তার কুপ্রস্তাবে সম্মতি না দেয়ায় পেটের নিচে ছুরি ঢুকিয়ে দেয়। বখাটে নাঈম ও শিক্ষার্থী তুলির বাড়ি ধুলাসার গ্রামে। শ্রমজীবী সলেমানের ছেলে নাঈম গেল বছর এসএসসি পরীক্ষায় ফেল করে মাদকাসক্ত হয়ে পড়ে। বখাটেপনা করে বেড়াচ্ছিল। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, ছুরিটি পেটের গভীরে বিদ্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে ৫-৬ ইঞ্চি গভীর ক্ষত হতে পারে। নাড়িভুঁড়িতে গুরুতর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নাঈমকে আটক করা হয়েছে।
×