ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় ছাত্রীকে পুড়িয়ে হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৪:১৭, ২ সেপ্টেম্বর ২০১৮

 পাবনায় ছাত্রীকে  পুড়িয়ে হত্যার  বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ সেপ্টেম্বর ॥ সাঁথিয়ার নাগডেমরা গ্রামে মুক্তিযোদ্ধার কন্যা কলেজছাত্রী মুক্তি খাতুনকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। শনিবার সকালে শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর আলবদর, রাজাকারদের বংশধররা প্রকাশ্যে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়ে মুক্তিকে পুড়িয়ে মেরেছে। ঘটনার তেরো দিনেও পুলিশ মূল হোতা আব্দুস সালাম ও জাহেদ ডাক্তারকে গ্রেফতার করতে পারেনি। দ্রুততম সময়ে মুক্তির খুনীরা গ্রেফতার না হলে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি জানানো হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ পাবনা ইউনিটের কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের উন্মুক্ত জলাশয় দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৯ আগস্ট দুপুরে আব্দুস সালাম ও জাহেদ ডাক্তারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেলের বাড়িতে হামলা চালিয়ে মুক্তি খাতুনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গত ২৭ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি ।
×