ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে আমন্ত্রিত কুঁড়েঘর

প্রকাশিত: ০৪:১৩, ২ সেপ্টেম্বর ২০১৮

  ভারতে আমন্ত্রিত কুঁড়েঘর

স্টাফ রিপোর্টার ॥ অতি অল্প সময়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে ‘কুঁড়েঘর’ ব্যান্ড। দলটির যাত্রা শুরু ২০১৭ সালের ৫ জানুয়ারি। কখনও বাসার ছাদে কিংবা কলেজ ক্যাম্পাসে হাসি-খুশি আর আড্ডার ছলে গান করে মাত্র এক বছরেই জয় করে নিয়েছে সঙ্গীতপ্রেমীর মন। শুরুটা কাভার সং দিয়ে হলেও নিজেদের লেখা, সুরকরা ও কম্পজিশনে ইতিমধ্যে ৩০টির মতো মৌলিক গান নিজেদের ইউটিউব চ্যানেল তাসরিফ খান থেকে প্রকাশ করে। দলটি এরই মধ্যে দেশের প্রথম শ্রেণীর ব্যান্ড চিরকুট, এশ্যাজ, আভাসসহ আরও বিভিন্ন ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছে। প্রথম বছরে দেশের বিভিন্ন জেলায় ৫০টিরও অধিক স্টেজ শো করে দলটি। এছাড়া দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওতে পর্যায়ক্রমে পারফর্ম করছে। এবার দেশের গন্ডি পেরিয়ে ভারতের আগরতলায় স্টেজ শো করছে কুঁড়েঘর। সেখানে রবীন্দ্রশতবার্ষিকী ভবনে শনিবার মিউজিক লাভার্স গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে দলটি। কুঁড়েঘর ব্যান্ডের সদস্যরা হলেন তাসরিফ খান (ভোকাল), সালেহ আহমেদ সামি (লিড গিটার), প্রিয়ম মজুমদার (ড্রামস), ইয়ামিন প্রান্ত (বাঁশি), স্মরণ মৃদুল (বেইজ গিটার), শ্রাবণ সাব্বির (পারকেশন) ও তানজীব খান (গিটার)।
×