ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পুলিশ জঙ্গী ডবনিময়

প্রকাশিত: ০৩:৫৮, ২ সেপ্টেম্বর ২০১৮

 কাশ্মীরে পুলিশ জঙ্গী  ডবনিময়

ভারত শাসিত কাশ্মীরে পুলিশ ও হিজবুল মুজাহিদিন একে অপরের স্বজনদের মুক্তি দিয়েছে। অপহৃত দুই পুলিশ, এক এসপিও ও ১১ স্বজনকে শুক্রবার মুক্তি দেয় হিজবুল মুজাহিদিন গোষ্ঠী। বুধবার তারা অপহৃত হয়েছিলেন। বিনিময়ে পুলিশ হিজবুল মুজাহিদিনের সদস্যদের ৪ স্বজনকে মুক্তি দেয়। পুলিশ হিজবুল মুজাহিদিন সদস্যদের এই ৪ স্বজনকে আটক করার পর অপহরণের ঘটনা ঘটেছিল। তাদের মধ্যে ওই গোষ্ঠীর কমান্ডার রিয়াজ নাইকুর পিতাও ছিলেন। বিবিসি। প্রায় তিন দশক ধরে কাশ্মীরে চলতে থাকা সশস্ত্র আন্দোলনে এর আগে কখনও এত বেশি সংখ্যায় পুলিশ কর্মীদের পরিবার-পরিজন আক্রান্ত হননি। শুক্রবার রাতে জারি করা এক অডিও বার্তায় হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু অপহৃতদের মুক্তি দেয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি হুমকি দেন, তাঁর সতীর্থদের যেসব আত্মীয়-স্বজনকে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী আটক করে রেখেছে, তাদের তিনদিনের মধ্যে যদি না ছেড়ে দেয়া হয়, তাহলে পুলিশ-কর্মীদের আত্মীয়দের বড় শাস্তি পেতে হবে। রিয়াজ নাইকু বলেন যে, এতদিন তারা কাশ্মীরের পুলিশকে নিজেদের রাজ্যের মানুষ বলে মনে করতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লড়াইয়ের ময়দানে ফ্রন্টলাইনে থাকছে কাশ্মীর পুলিশই। নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্যের পরিবার পরিজন এখন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। পুলিশের শীর্ষ কর্তারা নির্দেশ দিয়েছেন যাতে কোনও নিরাপত্তা বাহিনীর সদস্য ছুটি নিয়ে বাড়িতে না যান এই সময়ে, বা একা ঘোরাফেরা না করেন। এদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি পুলিশ সদস্যদের আত্মীয়-স্বজনদের অপহরণের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, মুজাহিদিন ও নিরাপত্তা বাহিনীর লোকজনের পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়া খুবই নিন্দনীয়। বলেন, তাদের পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতির শিকার হওয়া উচিত নয়।
×