ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনী আদালতের রায় ॥ আপীল করবে ওয়ার্কার্স পার্টি

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না লুলা

প্রকাশিত: ০৩:৫৮, ২ সেপ্টেম্বর ২০১৮

  প্রেসিডেন্ট নির্বাচনে  প্রার্থী হতে পারবেন  না লুলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে (৭২) চলতি বছরের অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে দেশটির নির্বাচনী আদালত রায় দিয়েছে। এই রায়ের ফলে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশকে নেতৃত্ব দেয়া থেকে লুলাকে সরিয়ে দেয়ায় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। খবর ইয়াহু নিউজের। নির্বাচনে অংশ নিতে পারলে ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য প্রার্থী লুলাই জিতবেন বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। নির্বাচনী আদালত আপত্তি জানানোয় শ্রমিক ও নিম্ন বিত্তদের কাছে তুমুল জনপ্রিয় এ রাজনীতিকের প্রেসিডেন্ট পদের ভোটে দাঁড়ানোর সুযোগ রুদ্ধ হল। লুলার আইনজীবীরা আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীলের ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের আইন অনুযায়ী, আপীল চললেও দন্ডিত কোন ব্যক্তির ভোটে দাঁড়ানোর কোন সুযোগ নেই। যদিও নির্বাচনী আদালত চাইলে তার ব্যতিক্রম হওয়া অসম্ভব ছিল না। সাত সদস্যের নির্বাচনী আদালত শুক্রবার সকালে ৬-১ ভোটে লুলার প্রার্থিতার বিষয়টির নিষ্পত্তি হয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকরা ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য এ প্রার্থীর ভোটে দাঁড়ানোর আপত্তির কথা জানান। পরে এক প্রতিক্রিয়ায় ব্রাজিলের ওয়ার্কার্স পাটি লুলার প্রার্থিতা নিশ্চিত করতে আইনী লড়াইয়ের পাশাপাশি রাজপথে সংগ্রাম অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেয়। ঘুষ গ্রহণের অভিযোগে ১২ বছরের দ-প্রাপ্ত লুলা চলতি বছরের এপ্রিল থেকেই কারাগারে আছেন। এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি জানায়, আইনে ও যেসব আন্তর্জাতিক চুক্তিতে ব্রাজিল অনুমোদন দিয়েছে সেগুলো অনুযায়ী লুলার অধিকারের স্বীকৃতিতে আদালত সব ধরনের আপীল আবেদন করব আমরা। জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায়ও লুলার পক্ষে দাঁড়াব। দুর্নীতির দায়ে কারাদন্ড উপেক্ষা করেই সাবেক এই ট্রেড ইউনিয়ন নেতা লুলাকে অক্টোবরের নির্বাচনে প্রার্থী বানানোর ঘোষণা দিয়েছিল ওয়ার্কার্স পার্টি। ঘুষ নেয়ার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন লুলা। তিনি বলেন, নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতেই তড়িঘড়ি দন্ড ঘোষণা করেছে ব্রাজিলের আদালত। নিজে অংশ নিতে না পারলেও সাও পাওলোর সাবেক মেয়র ফার্নান্দো হাদ্দাদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে পছন্দ করেন তিনি বলেও জানিয়েছেন লুলা।
×