ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় \ বিজ্ঞান অধ্যায়-২, জীবকোষ ও টিস্যু

প্রকাশিত: ০৮:১৯, ১ সেপ্টেম্বর ২০১৮

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় \ বিজ্ঞান অধ্যায়-২, জীবকোষ ও টিস্যু

(পূর্ব প্রকাশের পর) জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১৬। শ্বসনের ক্রেব্স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়া ১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন প্লাস্টিডে? উত্তর : ক্লোরোপ্লাস্ট ১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? উত্তর : মাইটোকন্ড্রিয়াকে ১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু? উত্তর : রাইবোজোম ২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে? উত্তর : নিউক্লিওপ্লাজম ২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়? উত্তর : রাইবোজোমে ২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ? উত্তর : অস্থিকোষ ২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে? উত্তর : ৩ ধরনের ২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায় সাহায্য করে কোন কোষ? উত্তর : পেশিকোষ ২৫। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে? উত্তর : উড-প্যারেনকাইমা ২৬। সরল টিস্যু কত প্রকার? উত্তর : ৩ প্রকার ২৭। পার্শ্বীয় জোড়াকূপ এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? উত্তর : ট্রাকিড ২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সূচালো প্রান্তবিশিষ্ট? উত্তর : ট্রাকিড ২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের? উত্তর : ২ ধরনের ৩০। স্কে¬রেনকাইমা কোষগুলো কয় ধরনের? উত্তর : ২ ধরনের ৩১। প্রাথমিক জাইলেম কোথা হতে উৎপন্ন হয়? উত্তর : প্রোক্যাম্বিয়াম ৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়? উত্তর : লিগনিন ৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে? উত্তর : নেটাম ৩৪। সীভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়? উত্তর : সীভপ্লেট ৩৫। স্কেরেনকাইমা কোষযুক্ত ফোয়েম টিস্যুকে কী বলে? উত্তর : বাস্ট ফাইবার ৩৬। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন টিস্যু থাকে? উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ৩৭। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিন্ডকে রক্ষা করে? উত্তর : স্কেলিটার টিস্যু ৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু? উত্তর : স্কোয়ামাস আবরণী টিস্যু ৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়? উত্তর : শ্বসনতন্ত্রে ৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের? উত্তর : কিউবয়ডাল আবরণী টিস্যু ৪১। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে? উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু ৪২। মেরুদন্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে? উত্তর : সিলিয়াযুক্ত ৪৩। ফাইবার এর গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে? উত্তর : ক‚প ৪৪। পাটের আঁশকে কোন ধরনের ফাইবার বলে? উত্তর : বাস্ট ফাইবার প্রাণীদেহে ভিত্তিপর্দার ৪৫। প্রাণীদেহে ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যু কত প্রকার? উত্তর : ৩ প্রকার
×