ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত আইএস জঙ্গীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:১৬, ১ সেপ্টেম্বর ২০১৮

ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত আইএস জঙ্গীর যাবজ্জীবন

প্রধানমন্ত্রী টেরেসা মে হত্যা চক্রান্তের সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার দায়ে বাংলাদেশী বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া নামে এক আইএস জঙ্গীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। শুক্রবার পুরনো বেইলি আদালতে তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আত্মঘাতী হামলা চালিয়ে টেরেসা মে’র মাথা শরীর থেকে আলাদা করে ফেলার ষড়যন্ত্রে তার জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।- দ্য গার্ডিয়ান/দ্য টেলিগ্রাফ। জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ, সে ১০ নং ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়ে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ছুরি, মরিচের গুঁড়ো ও সুইসাইড ভেস্ট ব্যবহার করে তাকে খুন করতে চেয়েছিল নাইমুর। তবে নাইমুরের এই চক্রান্ত ভেস্তে যায় এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের যৌথ তৎপরতায়।
×