ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবন বাঁচাতে ২ কিশোরের শীতলক্ষ্যা ঝাঁপ, নিখোঁজ

প্রকাশিত: ০৮:০৭, ১ সেপ্টেম্বর ২০১৮

জীবন বাঁচাতে ২  কিশোরের  শীতলক্ষ্যা ঝাঁপ, নিখোঁজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ \ নারায়ণগঞ্জ নগরীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় গম বোঝাই জাহাজের সঙ্গে ট্রলারের মুখোমুখী সংঘর্ষে ট্রলার ডুবির আশঙ্কায় কামাল হোসেন (১৯) ও সুমন (২০) নামে দুই কিশোর আতঙ্কে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে নদী থেকে সুমনকে উদ্ধার করা হলেও কামাল হোসেন এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিখোঁজ কামাল সিরাজগঞ্জ জেলার সদর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত রহমানের ছেলে। জানা গেছে, দুই সহোদর কামাল ও জামাল অন্য যাত্রীদের সঙ্গে ট্রলার যোগে বন্দর ঘাট থেকে নগরীর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে শহরে যাচ্ছিল। ট্রলারটি যখন মাঝ নদীতে তখন একটি গম বোঝাই জাহাজ দ্রæত বেগে আসছিল। এ সময় কামাল ও সুমন ট্রলার ডুবির আশঙ্কায় নদীতে লাফিয়ে পড়ে। জামাল সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করতে নদীতে লাফিয়ে পড়ে। তবে জামাল সুমনকে উদ্ধার করতে পারলেও কামালকে উদ্ধার করতে পারেনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফিন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, উদ্ধারাভিযান চলছে।
×