ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেলিকপ্টারে চড়ে অফিস, বিতর্কের ঝড়ে ইমরান খান

প্রকাশিত: ০৭:৩৬, ১ সেপ্টেম্বর ২০১৮

 হেলিকপ্টারে চড়ে অফিস, বিতর্কের ঝড়ে ইমরান  খান

বিডিনিউজ \ ক্ষমতায় আসার পর সরকারী ব্যয় কমাতে নানা উদ্যোগ নেয়ার ঘোষণার পর এখন হেলিকপ্টারে চড়ে অফিসে গিয়ে বিতর্ক আর সমালোচনার ঝড়ে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানিয়েছে, বানিগালায় নিজের বাসভবন থেকে প্রধানমন্ত্রী ভবনে (যেখানে দাফতরিক কাজকর্ম করেন ইমরান) ইমরান যাতায়াত করছেন হেলিকপ্টারে। অথচ এই ইমরানই গত ১৯ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছিলেন, দেশকে অর্থনৈতিক সঙ্কটমুক্ত করতে হলে জনপ্রতিনিধিদেরকে বুঝে শুনে খরচ করতে হবে। সাধারণ জীবন-যাপন করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য বিলাসবহুল বাংলোয় থাকতেও সেখানে থাকতে তিনি অস্বীকৃতি জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহারেরও পরামর্শ দেন। সাড়ে পাঁচ শ’ তদারককারীর বদলে তিনি মাত্র ২ কর্মী রাখার কথা বলেন। তাছাড়া, বিগত প্রশাসনের অর্ডার দেয়া ৩৩ বিলাসবহুল যানও নিলামে তোলার কথা বলেন ইমরান। কৃচ্ছ্র সাধনের এমন কথা বলে এখন নিজেই ব্যয়বহুল কপ্টারে ভ্রমণ করায় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। টুইটারে কেউ কেউ অটোরিক্সার সঙ্গে কপ্টারের পাখা আর লেজ জুড়ে দিয়ে ইমরানকে নিয়ে মস্করা করেছেন। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং ইমরানের দল পিটিআই’র এক নেতা দাবি করেছেন, বানিগালার বাড়ি থেকে প্রধানমন্ত্রীর দফতরের পথের দূরত্ব পেরোতে কপ্টারে যাত্রা করা অনেক সস্তা। কিমিতে মাত্র ‘৫৫ রুপী’। তবে হেলিকপ্টারে যাত্রা এত সস্তা হবে তা মানুষ মানতে রাজি নয়। ইমরানের আরেক সহযোগী আবার বলেছেন, হেলিকপ্টারে প্রতিটি ট্রিপে খরচ হয় ৪০ হাজার রুপী। তবে স্থানীয় বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, এরকম উড়ানে মোট খরচ হয় আনুমানিক দুই থেকে তিন লাখ রুপী।
×