ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুরানের প্রতিরোধের পর বিপদে ভারত

প্রকাশিত: ০৭:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৮

 কুরানের প্রতিরোধের পর বিপদে ভারত

স্পোর্টস রিপোর্টার \ সাউদাম্পটনে মহাগুরুত্বপূর্ণ টেস্টে ইংলিশদের ২৪৬ রানে গুঁড়িয়ে দেয়া ভারতের শুরুটা কিন্তু ভালই ছিল। তবে পেস সহায়ক কন্ডিশনে জবাব দিতে নেমে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিরাট কোহলির দল। শুক্রবার দ্বিতীয়দিন চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হরিয়ে ভারতের সংগ্রহ ১৮১ রান। ব্যক্তিগত ৪৬ রানে আউট হয়ে গেছেন অধিনায়ক ও বড় তারকা কোহলি। হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যাট করছিলেন চেতেশ্বর পুজারা। অপেক্ষায় ছিলেন অলরাউন্ডার হারদিক, রবিচন্দ্রন অশ্বিন। সুতরাং স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ টপকে লিড নিতে হলে মিডলঅর্ডার ও টেলএন্ডারদের বিশেষ ভ‚মিকা রাখতে হবে। পাঁচ টেস্টের সিরিজে ২-১এ পিছিয়ে থাকা ম্যাচটা ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদিকে ২০১৪ সালে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমে আলোচনায় কেহলি। প্রথম ইনিংসে ৮৬ রানেই ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেয়া ভারতের শুরুটা ছিল এক কথায় দুর্দান্ত। কিন্তু তরুণ স্যাম কুরানের ৭৮ রানের প্রতিরোধগড়া ইনিংসে ভর করে সম্মানজনক পুঁজি পায় স্বাগতিক ইংলিশরা। ভারতের হয়ে বুমরাহ ৩, ইশান্ত, শামি ও অশ্বিন প্রত্যেকে নেন দুটি করে উইকেট। জবাবে দলীয় ৫০ রানের মধ্যে দুই ওপেনারকে হারানো অতিথিদের হয়ে হাল ধরেন পুজারা ও কোহলি। হাফ সেঞ্চুরির ৪ রান দূরে থাকতে কোহলিকে ফেরান স্যাম কুরান। কুকের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১১ রান করে স্টোকসের শিকারে পরিণত হন রাহানে।
×