ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সহজ জয় শারাপোভার

প্রকাশিত: ০৭:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৮

 সহজ জয় শারাপোভার

স্পোর্টস রিপোর্টার \ ইউএস ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন মারিয়া শারাপোভা। বৃহস্পতিবার দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন তিনি। রাশিয়ান টেনিসের এই গযামারগার্লের জয়ের দিনে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন চতুর্থ বাছাই জার্মানির এঞ্জেলিক কারবার, পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো, ভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা এবং স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর মতো তারকারা। তবে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন কানাডার ইউজেনি বাউচার্ড এবং ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। লজ্জাজনক হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন তারা। দ্বিতীয় রাউন্ডে জার্মান তারকা এঞ্জেলিক কারবারের প্রতিপক্ষ ছিলেন অবাছাই সুইডেনের জোহান্না লারসন। শক্তির বিচারে এগিয়ে থাকায় প্রথম সেট জিতে নেন কারবারই। ৬-২ গেমে জয় পান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান লারসন। ৭-৫ গেমে জয় তুলে নিয়ে ম্যাচে সমতা আনেন লারসন। কিন্তু তৃতীয় সেটে লারসনকে সুযোগ দেননি কারবার। ৬-৪ গেমে জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন কারবার। ২ ঘণ্টা ২৪ মিনিট লড়াই করেন কারবার ও লারসন। ২০১৬ সালে টেনিস কোর্টে আলো ছড়ান তিনি। সে বছরই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। দুটি গ্র্যান্ডম জিতেন তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা গত মৌসুমে ধরে রাখতে পারেননি কারবার। তবে এ বছরেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দেন তিনি। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডম টুর্নামেন্ট উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে ইউএস ওপেনে ফেবারিট হিসেবেই কোর্টে নামেন জার্মান তারকা। টানা দুই ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডের টিকেট কেটে প্রতিপক্ষকে যেন একটা বার্তাও দিয়ে দিলেন সাবেক এই নাম্বার ওয়ান। কারবারের ঘাম ঝরানো জয়ের দিন ১ ঘণ্টা ৪৭ মিনিটে জয় তুলে নেন পেত্রা কেভিতোভা। অবাছাই চীনের ওয়াং কিআংকে ৭-৫ ও ৬-৩ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। আরেক ম্যাচে তৃতীয় রাউন্ডের টিকেট পেতে অবাছাই রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়ার মুখোমুখি হয়েছিলেন ২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা। সরাসরি সেটেই জয় তুলে নেন তিনি। এ জন্য ১ ঘণ্টা ৫১ মিনিট কোর্টে সময় ব্যয় করেন শারাপোভা। ম্যাচের স্কোর লাইন ছিল ৬-২ ও ৭-৫। ইউএস ওপেনের পরের ম্যাচে রাশিয়ান টেনিসের এই গø্যামারগার্লের প্রতিপক্ষ জেলেনা ওস্টাপেঙ্কো। ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো এদিন কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ডকে। তৃতীয়পর্বের ম্যাচটা যে শারাপোভার জন্য সহজ হবে না তা অনুমিতই। মারিয়া শারাপোভা দ্বিতীয় ম্যাচ জয়ের পরই সেটা জানিয়ে দিয়েছেন। তবে ওস্টাপেঙ্কোর বিপক্ষে ম্যাচে নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত পাঁচটি গ্র্যান্ডমের মালিক মারিয়া শারাপোভা। বৃহস্পতিবার দিনের অন্য ম্যাচগুলোতে ফ্রান্সের ষষ্ঠ বাছাই ক্যারোলিন গার্সিয়া ৬-২, ১-৬ এবং ৬-৪ গেমে হারান পুয়ের্তো রিকোর মনিকা পুইগকে। স্প্যানিশ টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারো ৬-১, ৪-৬ এবং ৬-৪ গেমে জয় তুলে নেন ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচের বিপক্ষে। ভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা ৭-৬, ৪-৬ এবং ৬-৪ গেমে হারান তাইপের সেই সু-উইয়েকে। তবে এদিন সমর্থকদের হতাশ করেছেন ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর কাছে ৬-৪ এবং ৬-২ গেমে হার মানেন। ড্যানিশ টেনিস তারকা এ বছরেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডম জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু এর পরের সময়টাতে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ওজনিয়াকি। এছাড়া কানাডার ইউজেনি বাউচার্ড ৬-৪ এবং ৬-৩ গেমে হেরেছেন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভোন্ডরাউসোভার কাছে।
×