ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দ্যাট লুকস ভেরি ইন্টারেস্টিং’

প্রকাশিত: ০৭:৩০, ১ সেপ্টেম্বর ২০১৮

 ‘দ্যাট লুকস ভেরি ইন্টারেস্টিং’

স্পোর্টস রিপোর্টার \ জাসপ্রিত বুমরাহকে এতদিন সবাই কেবল ছোট্ট ফরমেটের কার্যকর বোলার বলেই মনে করতেন। ব্যতিক্রম এ্যাকশনের অধিকারী এ পেসার ভারতের চলমান ইংল্যান্ড সফরে সাদা পোশাকেও নজর কাড়ছেন। দুর্দান্ত বোলিং করছেন। টানা দুই হারে বিরাট কোহলির দল যখন ভীষণ চাপে তখনই ট্রেন্ট ব্রিজে (তৃতীয় টেস্ট) পাওয়া সুযোগে জ্বলে ওঠেন বুমরাহ। ওই ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। পাঁচ টেস্টের বহুল আলোচিত সিরিজে টিকে থাকে ভারত। সাউদাম্পটনে চলমান মহাগুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে প্রতিপক্ষ ইংলিশদের ২৪৬ রানে গুটিয়ে দেয়ার পথে ৩ উইকেট নিয়েছেন মাত্রই ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা বুমরাহ। পাঁচ বছর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে প্রতিভাবান এই পেসারকে আবিষ্কার করেছিলেন যিনি সেই জনরাইটও মুগ্ধ। বুমরাহকে প্রথম দেখায় যিনি বলেছিলেন, ‘ওয়াও, দ্যাট লুকস ভেরি ভেরি ইন্টারেস্টিং।’ সাবেক ভারতীয় কোচ রাইট বলেন, ‘ওকে আমি প্রথম দেখি একটা ঘরোয়া টি২০ টুর্নামেন্টে। আহমেদাবাদে খেলা হচ্ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নতুন প্রতিভা খুঁজতে গিয়েছিলাম। দেখলাম একটা ছেলে অস্বাভাবিক বোলিং এ্যাকশনে দারুণ সব ইয়র্কার করছে। বেশ দ্রæতগতিতে বল করছে। অনেকগুলো ইয়র্কার করল। বিশেষ করে একটা বলের কথা এখনও আমার মনে আছে। পিচে তৈরি ক্ষতের ওপরে পড়ে বলটা পার্থিব পটেলের মাথার ওপর দিয়ে চার (বাই রান) হয়ে গেল। আমরা এর-ওর মুখ চাওয়াচাওয়ি করলাম। তখন একটাই কথা বেরিয়ে এসেছিল, ওয়াও, দ্যাট লুকস ভেরি ভেরি ইন্টারেস্টিং’! তিনি আরও যোগ করেন, ‘সেবারই আমি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলাম। ২০১৩ সাল। ম্যাচের শেষে আমি পার্থিবের সঙ্গে কথা বলতে যাই। পার্থিবকে আমি চিনতাম। ভারতীয় দলের কোচ থাকার সময়ে পার্থিব খেলেছে। ওর ওপরে আমার আস্থা ছিল। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই ছেলেটা কে? পার্থিব বলল, ওর নাম যাসপ্রিত বুমরাহ। তখন ওর বয়স ১৮ বা ১৯ হবে। পার্থিব আমাকে বুমরাহর সম্পর্কে দারুণ সার্টিফিকেট দিল। বলল, ও দারুণ প্রতিভাবান।’ যেভাবে বুমরাহকে মুম্বাইয়ে যুক্ত করা হয় সেই স্মৃতি স্মরণ করে রাইট আরও যোগ করেন, ‘আমার সঙ্গে রাহুল সাংভি ছিল (মুম্বাই সহকারী কোচ)। রাহুলকে আমি তখনই বলি, এই ছেলেটাকে সই করাতে পারি আমরা। রাহুল একমত হলো এবং তৎক্ষণাৎ যোগাযোগ করল মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের সঙ্গে। সেদিনই সন্ধ্যাবেলায় ওকে সই করানো হলো।’ ইংল্যান্ডে চমৎকার বোলিং করা সাবেক শিষ্যকে ফোন করেন জন রাইট, ‘আমিই ফোন করেছিলাম। বললাম, দারুণ বোলিং করছ। চালিয়ে যাও, আরও সফল হও।’ তিনি আরও বলেন, ‘বুমরাহ এখন অনেক শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী বোলার হয়ে উঠেছে। এই সিরিজে ভারতীয় টিম-ম্যানেজমেন্ট ওকে সঠিক লাইন-লেংথে বল করাচ্ছে।’ এ বছরই জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক বুমরাহর। ২৪ বছর বয়সী ডানহাতি ফাস্ট মিডিয়াম পেসারের ৫ টেস্ট ও এক ইনিংসে শিকার সংখ্যা ২৭। ২০১৬ সালে একই সঙ্গে ওয়ানডে ও টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন। রঙিন পোশাকে ৩৭ ও ৩৫ ম্যাচে নিয়েছেন যথাক্রমে ৬৪ ও ৪৩ উইকেট।
×