ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যুক‚পে নেইমার-সালাহরা

প্রকাশিত: ০৭:২৭, ১ সেপ্টেম্বর ২০১৮

 মৃত্যুক‚পে নেইমার-সালাহরা

স্পোর্টস রিপোর্টার \ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ২০১৮-১৯ মৌসুমের গ্রæপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে ড্র হয়। এতে একই গ্রæপে পড়েছে বর্তমান রানার্সআপ লিভারপুল, ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও ইতালিয়ান ক্লাব নেপোলি। দুই স্প্যানিশ পরাশক্তির মধ্যে বার্সিলোনা কিছুটা কঠিন গ্রুপে পড়লেও অপেক্ষাকৃত সহজ গ্রুপে জায়গা হয়েছে সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ড্র’র পর প্রতিটি গ্রুপ নিয়ে চুলচেলা বিশ্লেষণ চলছে। এখানে বর্তমান সময়ের সেরা চার তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার ও মোহাম্মদ সালাহকে গ্রুপপর্বেই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সিলোনা পড়েছে ‘বি’ গ্রæপে। তাদের গ্রুপ সঙ্গী টটেনহ্যাম গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে তৃতীয় হয়েছিল। আরেক ক্লাব ইন্টার মিলান ইতালিয়ান সিরি’এ লীগে হয় চতুর্থ। গ্রæপের অপর দল হল্যান্ডের আইন্দহোভেন। টানা তিনবারসহ গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন্স লীগ জেতা রিয়াল আছে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী গতবারের সেমিফাইনালিস্ট ইতালির এ এস রোমা, রাশিয়ার সিএসকেএ মস্কো ও চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেন। ুতলনামূলক কঠিন গ্রুপ পড়েছে লা লিগায় গত আসরের রানার্সআপ এ্যাটলেটিকো মাদ্রিদ। ‘এ’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, ফ্রান্সের মোনাকো ও বেলজিয়ামের ক্লাব ব্রুগে। প্রতিযোগিতার গত আসরের রানার্সআপ লিভারপুলও পড়েছে তুলনামূলক কঠিন গ্রুপে। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী লীগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি, সিরি’এ লীগে গতবার দ্বিতীয় হওয়া নেপোলি ও সার্বিয়ার রেডস্টার বেলগ্রেড। ‘ই’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের সঙ্গী বেনফিকা। গ্রæপের অপর দুই দল ডাচ ক্লাব আয়াক্স ও গ্রীসের এইকে এ্যাথেন্স। গতবারের ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পড়েছে সহজ গ্রæপে। ‘এফ’ গ্রæপে তাদের সঙ্গী ইউক্রেনের শাখতার ডোনেস্ক, ফ্রান্সের অলিম্পিক লিওঁ ও জার্মানির হফেনহেইম। বর্তমান ও রেকর্ড টানা সাতবারের সিরি’এ চ্যাম্পিয়ন জুভেন্টাস লড়বে ‘এইচ’ গ্রæপে। তাদের গ্রুপ সঙ্গী গতবারের ইপিএল রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের ভালেন্সিয়া ও সুইজারল্যান্ডের ইয়াং বয়েজ। আর ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দতিতা করবে রাশিয়ার লোকোমোটিভ মস্কো, পর্তুগালের পোর্তো, জার্মানির শালকে ও তুরস্কের গালাতাসারে। আটটি গ্রুপে মোট ৩২টি দল গ্রুপপর্বে প্রতিদ্ব›িদ্বতা করবে। প্রতিটি গ্রæপ থেকে সেরা দু’টি করে দল নকআউট পর্বে উঠে আসবে। অর্থাৎ ৩২ থেকে ১৬, এরপর ১৬ থেকে ৮। এরপর সেমিফাইনাল হয়ে ফাইনাল হবে। আগামী ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের মৌমুমের খেলা। গ্রæপপর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয় ইউরোপের বর্ষসেরা পুরস্কার। এটি জিতেছেন লুকা মডরিচ। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লীগের প্রতিটি পজিশনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়। এতে আধিপত্য রিয়াল মাদ্রিদের। শিরোপা জয়ী স্পেনের দলটি ঘরে তুলেছে সেরা ফরোয়ার্ড, মিডফিল্ডার, ডিফেন্ডার ও গোলরক্ষকের পুরস্কার। সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল থেকে জুভেন্টাসে যোগ দেয়া পর্তুগীজ তারকা পিছনে ফেলেছেন বার্সিলোনার লিওনেল মেসি ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে। সেরা মিডফিল্ডারের পুরস্কার জেতেন মডরিচ। ক্রোয়েশিয়ার অধিনায়ক পিছনে ফেলেন ক্লাব সতীর্থ টনি ক্রুস ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রæইনকে। সেরা ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকার তিনজনই ছিলেন রিয়ালের। ইউরোপের সফলতম দলটির অধিনায়ক সার্জিও রামোস পিছনে ফেলেছেন মার্সেলো ও রাফায়েল ভারানেকে। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন রিয়ালের কোস্টারিকান তারকা কেইলর নাভাস। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জুভেন্টাস থেকে পিএসজিতে যোগ দেয়া জিয়ানলুইজি বুফন ও রোমা থেকে লিভারপুলে যোগ দেয়া এ্যালিসন। চ্যাম্পিয়ন্স লীগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে গতবার থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হচ্ছে তিনজনের সংক্ষিপ্ত তালিকা। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রæপপর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকের ভোটে করা হয়েছে এই তালিকা।
×