ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডো-মেসির সাম্রাজ্যে মডরিচের হানা

প্রকাশিত: ০৭:২৫, ১ সেপ্টেম্বর ২০১৮

রোনাল্ডো-মেসির সাম্রাজ্যে মডরিচের হানা

স্পোর্টস রিপোর্টার \ অবশেষে দীর্ঘ টানা ১০ বছরের লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আধিপত্য পুরোপুরিভাবে ভাঙতে চলেছে। এবার ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। রোনাল্ডো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে তিনি গৌরবময় এ এ্যাওয়ার্ড জিতেছেন। এই এ্যাওয়ার্ডের সেরা তিনেই জায়গা পাননি মেসি। রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়ের পর এবার ইউরোপের সেরা খেলোয়াড়ও হয়েছেন মডরিচ। ধারণা করা হচ্ছে এবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও তিনি বাজিমাত করবেন। সেটা হলে পাাকাপাকিভাবে রোনাল্ডো-মেসির একতরফা আধিপত্যের অবসান হবে। শুধু সেরা খেলোয়াড়ই নন, একই সঙ্গে মডরিচ জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারেরও পুরস্কার। দুই পুরস্কার হাতে ধরে মডরিচ জানিয়ে দিয়েছেন, ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি আনুগত্য। সঙ্গে জানাতে ভুললেন না মাদ্রিদেই আছেন বেশ। অথচ একমাস আগেও মডরিচকে ধরে রাখতে বেশ বেগ পেতে হয়েছে রিয়ালকে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে চলে যাওয়ার গুঞ্জন ছিল ক্রোয়েট মিডমিল্ডারকে ঘিরে। শেষ পর্যন্ত অবশ্য বেতন বাড়িয়ে তাকে খুশি করেছে রিয়াল। আর্থিক খুশির সঙ্গে মোনাকোতে পুরস্কার জয়ের খুশি মিলিয়ে ক্রোয়েট তারকা যে আনন্দেই আছেন তা বোঝা গেছে তার কথাতেই। মডরিচ বলেন, আমি শুধু খুশি না রিয়াল মাদ্রিদে আমি মহাখুশি। এই ক্লাবের হয়েই আমি আরও কয়টা বছর খেলতে চাই। রিয়ালের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন। অধিনায়ক হয়ে দেশ ক্রোয়েশিয়াকে তুলেছেন প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে। বড় মধুর সময় যে যাচ্ছে, মডরিচ সেটিও জানিয়ে দিয়েছেন। বলেছেন, সবকিছু কেমন দ্রæত পরিবর্তন হয়ে গেল। প্রথমত টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল জিতলাম। এরপর বিশ্বকাপের ফাইনাল হয়ে পুরস্কার জয়। কি ব্যক্তিগত, কি দলীয়ভাবে; এটা যে আমার জীবনের সেরা বছর তাতে কোন সন্দেহ নেই। রাশিয়া বিশ্বকাপে দলকে ফাইনালে তোলায় বড় অবদান রেখে জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। চলতি বছরকে তাই ক্যারিয়ারের সেরা সময় মানছেন ৩২ বছর বয়সী মডরিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, যতটা বেশি অর্জন করা সম্ভব আমি তারজন্য কাজ করছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখানে আছি। দলগত ও ব্যক্তিগতভাবে এটা আমার ক্যারিয়ারের সেরা বছর। তাই আমি সত্যি উপভোগ করছি। আমাদের কাজ করাটা চালিয়ে যেতেই হবে। এদিকে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার রোনাল্ডোর প্রাপ্য ছিল বলে মন্তব্য করেছেন জুভেন্টটাসের মহাব্যবস্থাপক বেপ্পে মারোত্তা। এ প্রসঙ্গে তিনি বলেন, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ব্যক্তিগত এবং আমরা একে সম্মান জানাতে চাই। আমাদের দিক থেকে, পুরস্কারের সিদ্ধান্ত নিয়ে আমরা খুব হতাশ। একজন পরিচালক হিসেবে আমি এটাই বলি যে এই পুরস্কারটা চ্যাম্পিয়ন্স লীগের জন্য, বিশ্বকাপের জন্য নয়। আর রোনাল্ডো এই প্রতিযোগিতায় দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছিল। আমি রোনাল্ডোকে ভোট দিতাম। গত চার বছর ধরেই উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা গিয়েছিল এ সময়ের দুই সেরা ফুটবলার মেসি ও রোনাল্ডোর শোকেসে। তিনবার জিতেছিলেন পর্তুগীজ তারকা। একবার মেসি। এবারও পুরস্কারটা রোনাল্ডোর হাতে উঠবে বলেই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়িয়ে গেছেন তারই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ। ২০১১ সালে এই পুরস্কার চালু হওয়ার পর মেসি-রোনাল্ডোর বাইরে তৃতীয় ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতেছেন মডরিচ। এর আগে এটি উঠেছিল আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরির হাতে।
×