ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঙালী জাতিসত্তার শিকড়কে বঙ্গবন্ধু মৃত্তিকামুখী করেছেন ॥ অনুপম সেন

প্রকাশিত: ০৭:০৫, ১ সেপ্টেম্বর ২০১৮

 বাঙালী জাতিসত্তার  শিকড়কে বঙ্গবন্ধু মৃত্তিকামুখী করেছেন ॥ অনুপম সেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বাঙালীর এই মাতৃভূমি বিদেশী আগ্রাসনে বার বার পদানত হয়েছে। লুণ্ঠিত হয়েছে অমূল্য সম্পদ। বাঙালীরা কখনও স্বাধীন ছিল না। এই জাতিরাষ্ট্র ছিল না। বাঙালীর তিন হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রথম স্বাধীন বাঙালী জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বাঙালীর মুক্তির সংগ্রাম কোন বিচ্ছিন্নতাবাদী লড়াই ছিল না। গণতন্ত্র প্রতিষ্ঠা, শোষণ ও লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনের ওপর সশস্ত্র আঘাতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিঘাত ছিল। বঙ্গবন্ধু বাঙালী জাতিসত্তার শেকড়কে মৃত্তিকামুখী করেছেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী পালনোপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় ড. অনুপম সেন কথাগুলো বলেন। মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নায়ক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আকবর হোসেন পাঠান ফারুক বলেন, আমরা ’৭১ সালে মুক্তিযুদ্ধে একসঙ্গে ১৬ গেরিলা অপারেশন চালিয়েছি। এর মধ্যে আমরা দু’জন বেঁচে আছি। এই মাটিতেই শুয়ে আছেন লাখ লাখ মুক্তিসেনা। এদের পবিত্র রক্তধারা বিফলে যায়নি। যারা এই রক্তের সঙ্গে বেইমানি করেছে তারা ধ্বংস হয়ে যাবে। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম মহানগর সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা এখন শুধু স্বপ্ন নয়, বাস্তব হতে চলেছে। বাঙালী এখন আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এদেশকে সকলের জন্য নিরাপদ বাসযোগ্য করেছেন।
×