ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৪, ১ সেপ্টেম্বর ২০১৮

 সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাবনার নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ দিদারুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী প্রমুখ। . রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর আলুপট্টিতে মানববন্ধনের আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সাংবাদিক নদী হত্যাকান্ডে জড়িত দোষীদের শাস্তি দাবি করা হয়। এ সময় সাংবাদিক হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, আরইউজে’র সহ-সভাপতি শরীফ সুমন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। . নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, শুক্রবার নেত্রকোনায় বিক্ষোভ মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন : মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক খলিলুর রহমান শেখ, এম মুখলেছুর রহমান খান, সঞ্জয় সরকার, ভজন দাস, চন্দন চক্রবর্তী, আলপনা বেগম, কামাল হোসেন, ইউরো আনিস ও পল্লব চক্রবর্তী প্রমুখ।
×