ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন

প্রকাশিত: ০৭:০৩, ১ সেপ্টেম্বর ২০১৮

  নীলফামারীতে ছোটভাইয়ের  হাতে বড়ভাই খুন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বসতভিটার সীমানা নিয়ে বচসায় ছোট ভাই শাহিনের (২৮) সঙ্গে হাতাহাতির ঘটনায় বড় ভাই শামীম (২৫) নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা গ্রামে। ঘটনা ঘটিয়ে ছোট ভাই পালিয়ে গেলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে। এরপর তাকে ডিমলা থানা পুলিশের কাছে তুলে দেয়। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শামীমের মরদেহ উদ্ধার করে। সূত্র মতে, কৃষক পরিবারের মৃত তমিজ উদ্দিনের ওই দুই ছেলের মধ্যে বাড়ির বসতভিটার সীমানা নিয়ে বচসা ছিল। ঘটনার দিন শুক্রবার দুপুরে ধানের খড়ের পালা বসানোর জমির সীমানা নিয়ে ওই দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে ঘটনাস্থলেই বড়ভাই শামীমের মৃত্যু হয়। বড় ভাইর মৃত্যু হলে ছোট ভাই দৌড়ে পালাতে থাকে। এ সময় এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করে। . নরসিংদীতে চাচাতো ভাই স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, বাড়ির সীমানার গাছ কর্তনকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে অপর চাচাত ভাই নির্মমভাবে খুন হয়েছে। শিবপুর উপজেলার পূর্ব সৈয়দনগর গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিবপুর উপজেলার পূর্ব সৈয়দনগর গ্রামের মৃত হাজী মোহাম্মদ আলীর পুত্র মনির হোসেন (৩৫) বাড়ির সীমানার একটি গাছ কর্তন করতে গেলে তার চাচাত ভাই শাহাদাত হোসেন (২৮) বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে শাহাদাত হোসেন তার চাচাত ভাই মনির হোসেনকে এলোপাতাড়ি মারপিট করে। এতে মনির হোসেন গুরুতর আহত হয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মনির হোসেন মারা যায়। . কক্সবাজারে দাদা-নাতনির লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফে নাফ নদীর মৎস্য ঘেরে গরু চরাতে গিয়ে নিখোঁজ দাদা-নাতনির ভাসমান লাশ উদ্ধার করে জুমার পর দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৭টায় হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ নাফ নদীর মোহনায় ভাসমান অবস্থায় লম্বাবিলের আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) ও মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ ইউসুফ আলীর (৭৫) ভাসমান লাশ ঝিমংখালী সংলগ্ন নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তারা উভয়ে ২৯ আগস্ট সকালে মৎস্য ঘেরে গরু চরাতে গিয়ে নিখোঁজ থাকার দুদিন পর নাফ নদীতে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। . চরফ্যাশনে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন থেকে জানান, ভোলা চরফ্যাশনের রসুলপুরে বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়িতে রং ছিটানো নিয়ে সংঘর্ষে সাহানুর (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সাহানুর বরিশাল মেহেন্দিগঞ্জের শ্রীপুর গ্রামের ওহাব আলী হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে কুলছুম বাদী হয়ে ৪ জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেছেন। থানা পুলিশ শুক্রবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের বোনের ছেলে সাহেব মিঝিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন এবং লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করেছেন। জানা যায়, নিহত সাহানুর তার বোনের ছেলে নুরনবীর বিয়েতে এলে বৃহস্পতিবার বিকেলে রং ছিটানো নিয়ে পারিবারিক সংঘর্ষে সাহানুর আহত হয়। তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি হলে ভোর সাড়ে ৩টায় মারা যান। . শ্রীনগরে যুবতী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে নিখোঁজের ৪ দিন পর মার্কেটের নিচ থেকে এক যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কের নিচ থেকে হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ দিন আগে বাড়ৈখালী বাজারের পার্শ^বর্তী আব্দুল মতিনের মেয়ে লিমু আক্তার (১৮) নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর লিমুর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন। কয়েক বছর আগে লিমুর মা মারা গেলে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। শুক্রবার সকালে মার্কেটের নিচ থেকে দুর্গন্ধ বের হলে লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে বস্তাবন্দী লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে । . যশোরে লাশের পরিচয় মিলেছে স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, যশোরে সরকারী সিটি কলেজ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া লাশটি সাথী আক্তারের (২৬)। সাথী আক্তার চৌগাছা উপজেলার নায়ড়া গ্রামের আমজেদ আলীর মেয়ে এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। বুধবার মধ্যরাতে কলেজের মসজিদের পাশে হাত-পা বাঁধা পলিথিনে মোড়ানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার হলেও বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাবা আমজেদ আলী তার পরিচয় শনাক্ত করেন।
×