ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ নেত্রীসহ আহত ৫

প্রকাশিত: ০৭:০০, ১ সেপ্টেম্বর ২০১৮

 লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ  নেত্রীসহ  আহত ৫

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩১ আগস্ট ॥ শুক্রবার সকালে লক্ষ্মীপুরে জমির বিরোধে সংঘর্ষে যুব মহিলা লীগ নেত্রীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে জেলা যুব মহিলা লীগ সহসভাপতি পারভিন আক্তার (৩৮), সেলিম (৫০), মনির হোসেন (৩৪), সালেহা আক্তার (৪০) ও হোসনেয়ারা বেগম (৩৫)। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকাল প্রায় ১০টার দিকে জালিয়াকান্দি জয়নালের বাড়িতে নিজদখলীয় জমিতে আবুল খায়ের গং সীমানা প্রাচীর নির্মাণ করে। এ সময় আবুল কাসেম পক্ষের সন্ত্রাসীরা সিরাজুল ইসলাম প্রকাশ ভুট্টি মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্র রামদা, ক্রিচ, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবুল খায়ের গংয়ের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় সেলিম ও মনির হোসেন গুরুতর আহত হয়। এ সময় তাদেরকে রক্ষার জন্য যুব মহিলা লীগ নেত্রী পারভিনসহ অন্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা।
×