ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ দেশের মানুষ ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সাম্প্রদায়িকতা প্রতিরোধ করবে ॥ সুলতানা কামাল

প্রকাশিত: ০৬:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৮

 এ দেশের মানুষ ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সাম্প্রদায়িকতা প্রতিরোধ করবে ॥ সুলতানা কামাল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সেনাতন্ত্রের অধীনে কখনও গণতন্ত্র কাজ করে না এমনটি জানিয়ে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধে অর্জন করা এই দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ শক্তি দিয়ে গণতন্ত্র রক্ষা করবে সাম্প্রদায়িকতা প্রতিরোধ করবে। সুলতানা কামাল শুক্রবার সকালে বগুড়া টিএমএসএস মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের বগুড়া জেলা সভাপতি ডাঃ এন সি বাড়ইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বক্তব্য রাখেন নিপেন্দ্রনাথ ম-ল, তাপস কুমার পাল, মনিন্দ্র্র কুমার নাথ, পদ্মাবতী দেবী, প্রদীপ ভট্টাচার্য শংকর প্রমুখ। সুলতানা কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই দেশে স্বৈরাচার সেনা শাসকরা গণতন্ত্র হত্যা করে। তারা সাম্প্রদায়িতর বীজ বপন করে। এভাবে ’৭৫ পরবর্তী সময়ে প্রায় ২০ বছর দেশের চরম ক্ষতি হয়েছে।
×