ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহসানগঞ্জ হাট সেতু যেন মরণফাঁদ

প্রকাশিত: ০৬:৫৭, ১ সেপ্টেম্বর ২০১৮

 আহসানগঞ্জ হাট সেতু যেন মরণফাঁদ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ আগস্ট ॥ আত্রাইয়ের আহসানগঞ্জ হাট সংলগ্ন সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দুই পাশে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে ইট ভরাট দেয়া হলেও যানবাহন সেতুতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ব্রিজটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সরকার প্রতিবছর এ হাট থেকে কোটি টাকার ওপর আয় করে থাকে। এবারও এক কোটি দুই লাখ টাকায় এ হাটের ইজারা দেয়া হয়েছে। হাটটির প্রবেশ পথের প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে হাটের দিনে এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও সেতুর দুই পাশে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে ইট ভরাট দেয়া হলেও যানবাহন ব্রিজে উঠতে গিয়ে ব্রেক ফেল করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। আহসানগঞ্জ হাটের ব্যবসায়ী শিপলু বলেন, এ হাট থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। কিন্তু জনগণের সুবিধার কথা কেউ চিন্তা করে না। হাটের প্রবেশ মুখের সেতুটি আরও প্রশস্ত করলে জনসাধারণের আর দুর্ভোগ পোহাতে হবে না। আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী বলেন, এ ব্রিজটি সংস্কারের জন্য একাধিকবার উপজেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। আজও এর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আত্রাই উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এটি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা, তাদেরই সেতু। তবে যতদূর জেনেছি আত্রাই-বাগমারা সড়কের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে। আর সেই সঙ্গে ব্রিজটিরও সংস্কার করা হবে। সংস্কার হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে।
×