ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপকে রাশিয়ার সঙ্গে যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়তে হবে ॥ ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৬:৪৬, ১ সেপ্টেম্বর ২০১৮

  ইউরোপকে রাশিয়ার  সঙ্গে যৌথ নিরাপত্তা  ব্যবস্থা গড়তে  হবে ॥ ম্যাক্রোঁ

আবারও ইউরোপের জন্য স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) রাশিয়ার সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তা করতে হবে। ওয়েবসাইট। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিস সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপের স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য রাশিয়া ও তুরস্কের মতো কাছের দেশগুলোর সঙ্গে আমরা কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে পারি। এর আগে গত সোমবার ফরাসী প্রেসিডেন্ট বিভিন্ন দেশে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূতদের সমাবেশে বলেছিলেন, নিজের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ইউরোপের উচিত হবে না। তিনি বলেন, আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব আমাদেরকেই নিশ্চিত করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।
×