ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আগুন নিয়ে খেলবেন না ॥ যুক্তরাষ্ট্রকে রাশিয়া

প্রকাশিত: ০৬:৪৫, ১ সেপ্টেম্বর ২০১৮

  সিরিয়ায় আগুন  নিয়ে খেলবেন  না ॥ যুক্তরাষ্ট্রকে রাশিয়া

সিরিয়ার আগুন নিয়ে না খেলার জন্য যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। সিরিয়ার ইদলিবে সাজানো রাসায়নিক হামলা চালিয়ে দেশটিতে মার্কিন সম্ভাব্য হামলার পক্ষে যুক্তি দাঁড়ানোর চেষ্টা চলছে বলে উল্লেখ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইয়াহু নিউজ। তিনি বলেন, ইদলিবে সন্ত্রাসবিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পাশ্চাত্য নতুন উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করছে। এ সংক্রান্ত তথ্য রাশিয়ার কাছে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর প্রতি রুশ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তাদেরকে আগুন নিয়ে না খেলার জন্য এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বলে জানান তিনি। এর আগে রুশ সামরিক বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সন্ত্রাসীরা ক্লোরিন গ্যাস দিয়ে হামলার পরিকল্পনা করছে। সিরিয়া সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনটি করা হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
×