ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিএনএন প্রধানের ওপর চড়াও ট্রাম্প

প্রকাশিত: ০৬:৪৫, ১ সেপ্টেম্বর ২০১৮

 সিএনএন প্রধানের ওপর চড়াও ট্রাম্প

সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতো এবারও প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনের ওপর চড়াও হয়েছেন। বৃহস্পতিবার সকালে টুইটারে কেবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রেসিডেন্ট জেফ জুকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। বলেছেন, তাকে বরখাস্ত করা উচিত। ইয়াহু নিউজ। অভিযোগ করে ট্রাম্প বলেন, আমার প্রতি সিএনএনের ঘৃণা এবং চরম পক্ষপাতের কারণে এ সংবাদ প্রতিষ্ঠানটি ঠিকমতো কাজই করতে পারছে না। তিনি বলেন, সামান্য এক জেফ জুকার ভয়ঙ্কর কাজ করে ফেলেছেন। তার রেটিংয়ের অবস্থা খারাপ। টেলিযোগাযোগ কোম্পানির উচিত প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে তাকে বরখাস্ত করা। জুকার সম্প্রতি হার্ট সার্জারির কারণে সিএনএন থেকে ছয় সপ্তাহের ছুটিতে আছেন। তাকে নিয়ে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে টেলিযোগাযোগ কোম্পানি কোন মন্তব্য করেনি। সিএনএনও ট্রাম্পের টুইট নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এ টুইটের জবাবে সিএনএন টুইট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিবিসিকে। সেখানে সিএনএন তাদের রেটিংয়েরও পরিসংখ্যান তুলে ধরে বলেছে, এ মাসে তাদের দর্শক সংখ্যা ৭০৭,০০০। আগস্টে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং। বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প কেবল সিএনএনেরই নয়, এনবিসি নিউজেরও সমালোচনা করেছেন। এনবিসি চেয়ারম্যান অ্যান্ডি ল্যাকের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তাকে বরখাস্ত করাটাও ভাল হবে।
×