ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল-কলেজের সংযুক্ত সড়কে জেব্রা ক্রসিং তৈরি করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

প্রকাশিত: ০৬:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৮

 স্কুল-কলেজের সংযুক্ত সড়কে জেব্রা ক্রসিং তৈরি করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর কিছুটা নড়েচড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন। শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতে নিরাপদে রাস্তা পারাপার হতে পারে সেই জন্য নগরীর প্রতিটি স্কুল-কলেজের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কে জেব্রা ক্রসিং তৈরির কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। তবে, সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা যাতে জেব্রা ক্রসিং পারাপারে আইন মেনে চলে সেই ব্যবস্থা করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তা পারাপারের জন্য নগরীর কোথাও ছিল না জেব্রা ক্রসিং। অনেকটা ঝুঁকি নিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তা পারাপার হতে হয়। তাতে নানা দুর্ঘটনার মুখে পড়তে হয়। রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের পরেই নড়েচড়ে বসেছে চট্টগ্রামের প্রশাসন। শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলের সামনে ও প্রধান সড়কগুলোতে রাস্তা পারাপার হতে পারে সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুরু হয়েছে জেব্রা ক্রসিং দেয়ার কাজ। শুধু শিক্ষার্থীরা নয়, নিরাপদে চলাচলের স্বার্থে জেব্রা ক্রসিং তৈরির কাজ শুরু হত্তয়ায় আনন্দিত সাধারণ জনগণও। তবে দুর্ঘটনা প্রতিরোধে শুধু জেব্রা ক্রসিংকে সমাধান হিসাবে মানতে নারাজ নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও স্কুল, কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা হবে।’
×