ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ক্লিন ঢাকা কনসার্ট’ আজ

প্রকাশিত: ০৬:২৯, ১ সেপ্টেম্বর ২০১৮

‘ক্লিন ঢাকা কনসার্ট’ আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিছন্ন রাখুন’ স্লোগানে ‘ক্লিন ঢাকা কনসার্ট’ হবে আজ শনিবার। এতে পারফর্ম করবে ব্যান্ডদল বন্ধুজনা, তপু ও ইয়াত্রী, নেমেসিস, ডিফারেন্ট টাচ্, ফিডব্যাক ও মাইলস। বাড়তি বিনোদনের মাত্রা যোগ করতে সঙ্গে থাকছেন মিরাক্কেলখ্যাত আবু হেনা রনি ও শাওন মজুমদার। বসুন্ধরা কনভেনশন সেন্টারের দুই নম্বর অডিটরিয়ামে বিকেল ৩টায় কনসার্টের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। যৌথভাবে কনসার্টের আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন ও নাগরিক ঢাকা ফাউন্ডেশন। এ প্রসঙ্গে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ৪০০ বছর বয়সী ঢাকা শহর আমার, আপনার সকলের। এই ঢাকাকে পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব। আয়োজন নিয়ে নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি এম. নাঈম হোসেন বলেন, ঢাকাকে পরিষ্কার পরিছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। নাগরিক ঢাকা ফাউন্ডেশন পরিছন্নতা কার্যক্রমের পাশাপাশি এই প্রথম বৈশাখী টেলিভিশনের সঙ্গে ক্লিন ঢাকা কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। ভবিষ্যতে নাগরিক ঢাকা আরও নতুন নতুন কর্মকান্ড নিয়ে মানুষের সামনে হাজির হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ জন্য প্রয়োজন আপামর মানুষের সর্বাত্মক সহযোগিতা। তাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারব না। ক্লিন ঢাকা কনসার্টের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোগ্রাম আহসান কবির। এ আয়োজন নিয়ে তিনি বলেন, নাগরিক দায়িত্ব থেকেই এই আয়োজন করা হয়েছে। আশাকরি দর্শকরা কনসার্টটি উপভোগ করবেন।
×