ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আঞ্চলিক নেতাসহ জেএমবির পাঁচ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীতে আঞ্চলিক  নেতাসহ জেএমবির পাঁচ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মার চরাঞ্চল থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির আঞ্চলিক নেতাসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কোদালকাটি মধ্যচর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জেএমবির আঞ্চলিক নেতা আমিনুলও রয়েছে। রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিনসহ চার রাউন্ড গুলি ও চারটি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। জেএমবি সদস্যরা সীমান্ত এলাকার চরে সঙ্ঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। আঞ্চলিক কমান্ডার আমিনুল ছাড়াও গ্রেফতারকৃতরা হলো চর বোয়ালমারী গ্রামের মকবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন মুরসালিন (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকার গোলাম রাব্বানীর ছেলে ইসমাইল হোসেন (৩২), রুস্তম আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আইনুদ্দিন ম-লের ছেলে আব্দুল মতিন (৪০)। এদের মধ্যে আমিনুলের বাড়ি গোদাগাড়ী উপজেলার বারইপাড়া গ্রামে। তার বাবার নাম জামাল উদ্দিন। র‌্যাব সূত্র জানায়, আমিনুলের নেতৃত্বে সম্প্রতি জঙ্গীরা নির্জন সীমান্ত এলাকার চরে সঙ্ঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনার কাজে লিপ্ত ছিল। স্টাফ রিপোর্টার জানান, র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে জেএমবির একজন সক্রিয় সদস্যকে আটক করেছে। শুক্রবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর দড়গাবাড়ি রোড এলাকা থেকে নিষিদ্ধ জেএমবির সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মিরাজ ওরফে খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফুল ইসলামকে (২৫) আটক করা হয়। আটককৃত জেএমবি’র সদস্য আব্দুল্লাহ আল মিরাজ বরগুনা সদরের মনসাতলী এলাকার ইব্রাহিম খলিলের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিষিদ্ধ জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। আটক মিরাজের কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১৫টি ইলেকট্রিক সার্কিট, একটি তাতাল, দুইটি হেক্সো ব্লেড, ১৬ জিহাদী বই, একটি সিডি, একটি টেবিল ঘড়ি, একটি মোবাইল ফোন, দুইটি জিহাদী পাসপোর্ট এবং বিভিন্ন প্রকার ইলেকট্রিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। মিরাজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিসহ তার অপর সহযোগীদের আটকের জন্য র‌্যাবের অভিযান চলছে।
×