ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ট্রাক থেকে ইয়াবা উদ্ধার ॥ এএসআইসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৫:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে ট্রাক থেকে ইয়াবা উদ্ধার ॥ এএসআইসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে শুক্রবার একটি মিনিট্রাক আটক করে চালক ও সহকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পাচার করা ২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আটক করা হয়েছে দুই বহনকারীকে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার ২ জন হলো ট্রাকচালক মোঃ মোক্তার (২৪) এবং সহকারী মোঃ সবুজ ওরফে বাবু (২১)। ফার্নিচার বোঝাই করা ট্রাকটি চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় রিদওয়ান রিফুয়েলিং স্টেশনের সামনে র‌্যাবের একটি দল ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এই সময় স্টীলের একটি ফাইল কেবিনেটের ভেতরে পাওয়া যায় ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট। জিজ্ঞাসাবাদে ট্রাক চালক ও সহকারী জানায়, এগুলো তাদের দিয়েছে মোঃ বদরুদ্দৌজা নামের পুলিশের এক এএসআই। তিনি সিএমপির পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। শাস্তিমূলক বদলি হিসেবে মাসখানেক আগে তাকে ডিএমপির গোয়েন্দা শাখা থেকে সিএমপিতে পাঠানো হয়। পরে পুলিশের এই এএসআইকে আটক করে খুলশী থানা হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গত ২৯ আগস্ট এএসআই বদরুদ্দৌজার ফার্নিচার ও মালামাল মিনিট্রাকে চট্টগ্রাম নগরীর হাইলেবেল রোডে নিয়ে এসেছিল ট্রাকচালক মোক্তার ও সহকারী সবুজ। পরদিন ৩০ আগস্ট রাতে সেই ট্রাক আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে কৌশলে বহন করা হচ্ছিল ইয়াবা ট্যাবলেট। এ ব্যাপারে অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মীরসরাই থানায়।
×