ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে সিইসি সংকল্পবদ্ধ ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৭, ১ সেপ্টেম্বর ২০১৮

 ইলেকশন ইঞ্জিনিয়ারিং  করতে সিইসি  সংকল্পবদ্ধ ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা দৃঢ় সংকল্পবদ্ধ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সরকার পরিচালনায় জনগণের যে ম্যান্ডেট প্রয়োজন হয়, সেটা প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না। সেজন্য বর্তমান প্রধানমন্ত্রী বিনা ভোটে ক্ষমতায় থাকতেই ভালবাসেন। তাই অনুগত প্রধান নির্বাচন কমিশনারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইভিএম নামক জাদুর বাক্স আমদানি করে আগামী জাতীয় নির্বাচন করতে চাচ্ছেন। রিজভী বলেন, তবে এবার জনগণ সরকারের সকল মাস্টারপ্লান ডাস্টবিনে ফেলে দেবে। ভোট নিয়ে অনাচারের পুনরাবৃত্তি জনগণ রুখে দেবে। এবার জনগণের শিলা-কঠিন ঐক্যে সরকারের সকল পরিকল্পনা ধূলিসাত হয়ে যাবে। তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের বিরোধিতা সত্ত্বেও এবং সারাবিশ্ব থেকে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ হওয়া ইভিএম আগামী নির্বাচনে ১০০ আসনে ব্যবহার করার অনুমোদন করলেন প্রধান নির্বাচন কমিশনারসহ কয়েকজন কমিশনার। নিজের নেতৃত্বাধীন কমিশনে ভিন্নমত থাকার পরও ইভিএম ব্যবহারে মরিয়া হয়ে এটি বাস্তবায়নে চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করেছেন। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার স্বাধীন বিবেক দ্বারা স্বায়ত্তশাসিত নন। ভোটারবিহীন সরকারের বাকশালী বিবেকই তিনি নিজের মধ্যে প্রথিত করেছেন। এটা দিবালোকের মতো সত্য এবং প্রমাণিত হলো যে, সবদিক থেকে ইভিএমের বিষয়ে বিরোধিতা থাকার পরও সিইসিসহ কয়েকজন কমিশনারের একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টার প্লান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু প্রমুখ। যতই আরপিও সংশোধন করুক এ সরকার আর ক্ষমতায় আসতে পারবে না- মওদুদ ॥ যতই আরপিও সংশোধন করুক এ সরকার আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইয়ুথ ফোরামর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, সামনে জাতীয় ঐক্য হবে, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পাবে। এ সরকারের অবসান ঘটানোর জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। দেশের মধ্যে যারাই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান তারা আজ ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে। মওদুদ বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তত এটা নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। কিন্তু যতই মিথ্যাচার করুন এবার আর অত্যাচার করতে পারবেন না। ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, যে দেশে ব্যাংকের টাকা হ্যাকিং করা যায় সে দেশে নির্বাচনে ভোটগ্রহণে মেশিন ব্যবহার করা নিয়ে কোনভাবেই আস্থা নেই জনগণের। এই মেশিন কারা নিয়ন্ত্রণ করবে। যেই নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। এ জন্য নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারের এই সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করি। আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ. আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
×