ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে যুবক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা

প্রকাশিত: ০৫:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জে যুবক হত্যার  প্রতিবাদে সড়ক  অবরোধ, বিক্ষোভ  মাদক বিক্রিতে  বাধা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় রুবেল মিয়া নামের এক যুবককে হত্যার প্রতিবাদে ও মাদক কারবারিদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর প্রায় পাঁচ শ’ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে নবীগঞ্জ রেললাইন এলাকায় ঢাকা-মদনগঞ্জ সড়কে এসে অবস্থান নেন। এ সময় প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় ঢাকা-মদনগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহতের স্বজনরা ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, নবীগঞ্জ এলাকায় দীর্ঘদিন যাবত অবাধে মাদক কারবার চলছে। এর প্রতিবাদ করার কারণেই তারা পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করেছে। নিহত রুবেলের মা রোকসানা বেগম বলেন, আমার ছেলে কি অপরাধ করেছিল? কেন তাকে হত্যা করা হলো? আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। আর কারও মায়ের বুক যেন খালি না হয়, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলেকে যারা খুন করেছে তাদের ফাঁসি দেখতে চাই। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী এই হত্যাকা-ে জড়িত সব আসামিকে আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত রুবেলের ভাই ও মামলার বাদী সুমন জানান, পুলিশ ছয় আসামিকে গ্রেফতার করলেও এখনও মূল আসামিরা আত্মগোপনে থেকে মামলা তুলে নিতে তাকেসহ পরিবারের অন্যদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক জানান, এজাহারভুক্ত আসামিদের একজনকে ছাড়া বাকিদের গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ২৭ আগস্ট রাত আটটার দিকে নবীগঞ্জ কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের ছেলে রুবেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। স্থানীয় মাদক বিক্রেতা ও তাদের অর্ধশত লোক রুবেলকে পিটিয়ে আহত করে। এ সময় রুবেলকে বাঁচাতে তার বড় ভাই আলামিন ও প্রতিবেশীরা এগিয়ে গেলে তারাও হামলায় আহত হন। পরে গুরুতর অবস্থায় রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২৮ আগস্ট সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।
×