ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ॥ রাজধানীতে শোডাউনের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:২৮, ১ সেপ্টেম্বর ২০১৮

আজ বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী ॥ রাজধানীতে  শোডাউনের  প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান। দিবসটি পালন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করছে বিএনপি। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষে রাজধানীতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবে না। বেলা ২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। ২ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (রমনা) মিলনায়তনে আলোচনা সভা। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্দেশ দেয়া হয়েছে বলে মির্জা ফখরুল জানান। ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানীতে সমাবেশ করতে আগেই অনুমতি চায় বিএনপি। দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতির জন্য ডিএমপিতে লিখিত আবেদন করে বিএনপি। বুধবার দুপুরে ডিএমপি কার্যালয়ে গিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাত করে বিএনপির একটি প্রতিনিধি দল। এর পর শনিবার দুপুরে বিএনপিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। উল্লেখ্য, এর আগে ২০ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী অনুযায়ী কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এবারের সমাবেশে বিএনপি ছাড়াও সমমনা শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাষ্ট্রক্ষমতায় থেকে প্রথমে জাগদল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ২৮ আগস্ট জাগদল বিলুপ্তির ঘোষণা দেন তিনি। এরপর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে নিজেকে এ দলের প্রধান এবং দলের গঠনতন্ত্র ও কর্মসূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শুরুতে এ দল গঠনের প্রক্রিয়ায় জিয়াউর রহমান ছাড়াও যুক্ত ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার, অধ্যাপক ডাঃ বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। প্রতিষ্ঠার পর বিএনপি এ যাবত ৫ বার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তবে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি এখন রাজনৈতিকভাবে চরম বেকায়দায় রয়েছে। একদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে কারাবন্দী থাকা এবং অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিক মামলার হুলিয়া নিয়ে বিদেশে অবস্থান করায় দলের নেতাকর্মীরা এখন চরম হতাশ। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনও বিএনপি তাদের কর্মকৌশল চূড়ান্ত করতে পারেনি। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় দেড় মাস পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা নড়েচড়ে বসেছেন। বিশেষ করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান তারা নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে অধিকসংখ্যক লোক নিয়ে মিছিলসহ সমাবেশ স্থলে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই তারা নিজ নিজ সংসদীয় এলাকায় দফায় দফায় প্রস্তুতি সভা করছেন। জানা যায়, বিএনপি হাইকমান্ডের পক্ষ থেকে রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটির নেতাদের বিপুলসংখ্যক লোক নিয়ে সকালে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে এবং দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর এ নির্দেশ পেয়ে বিএনপির বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা সমাবেশ সফলের প্রস্তুতি জোরদার করছেন বলে জানা যায়।
×