ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডুর হোটেল সোয়ালটিতে অনুষ্ঠিত লিডার্স রিট্রিট সেশনে শেখ হাসিনা

বিমসটেক অঞ্চলে সৌর বিদ্যুত গ্রিড চালুর প্রস্তাব বাংলাদেশের

প্রকাশিত: ০৫:২৪, ১ সেপ্টেম্বর ২০১৮

 বিমসটেক অঞ্চলে সৌর বিদ্যুত গ্রিড চালুর প্রস্তাব বাংলাদেশের

বিডিনিউজ ॥ বিমসটেকভুক্ত অঞ্চলে সৌরবিদ্যুত গ্রিড ও যাত্রীবাহী জাহাজ চালুর প্রস্তাব করেছে বাংলাদেশ। বিমসটেক সম্মেলনের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় বিমসটেক লিডার্স রিট্রিট সেশনে আলোচনায় এ প্রস্তাব করেন। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সদস্য দেশের নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। ‘দেশসমূহের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, বিদ্যুত উৎপাদন-বিতরণ এবং বিদ্যুত এক দেশ থেকে সদস্য অন্য দেশে কেনাবেচাসহ সার্বিক বিষয়ে নেতারা বিস্তারিত আলোচনা করেন।’ এসব বিষয়ে পর্যালোচনা করতে এবং কোন দেশের কি পরিমাণ বিনিয়োগ হবে অথবা কোন দেশ কি পরিমাণ বিদ্যুত উৎপাদন ও রফতানি করতে পারবে তা ঠিক করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনেও সম্মত হয়েছেন নেতারা। পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘আলোচনাকালে প্রধানমন্ত্রী সমুদ্রপথে বিমসটেক ক্রুজ চালু করার প্রস্তাব করেন এবং নেপাল ও ভুটান তাদের প্রয়োজনে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে বলেও জানান।’ এছাড়া নবায়নযোগ্য জ্বালানি নিয়েও আলোচনা হয়েছে বলে শহীদুল হক জানান। ‘সৌর বিদ্যুতের জন্যও আঞ্চলিক গ্রিড করার প্রস্তাব করেন শেখ হাসিনা। কারণ এ অঞ্চলের অনেক দেশেই দিনে দীর্ঘ সময় ধরে সূর্যালোক পাওয়া যায়। ‘নেপাল ও ভুটানের যথেষ্ট পরিমাণ জলবিদ্যুত উৎপাদনের সুযোগ রয়েছে, যা তারা প্রতিবেশী দেশগুলোতে রফতানি করতে পারে।’ পররাষ্ট্র সচিব বলেন, বিদ্যুত কেনাবেচার মতো বিষয়ে বিমসটেক দেশগুলো এর আগে পদক্ষেপ নেয়নি, তবে এবারের রিট্রিট সেশনে নেতাদের আলোচনার প্রেক্ষিতে এ খাতে বড় ধরনের সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা ও বিনিয়োগ কিছুটা কমে যাওয়া প্রসঙ্গে শহীদুল হক বলেন, মুক্তবাণিজ্য ক্ষেত্র বাড়াতে নেতারা আলোচনা করেছেন।
×